ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

নাম্বার হ্যাক করে প্রতারকরা হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা: টার্গেটে ব্যবসায়ীরা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৯:৫২, ২৪ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:৫৭, ২৪ এপ্রিল ২০২৫

নাম্বার হ্যাক করে প্রতারকরা হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা: টার্গেটে ব্যবসায়ীরা

ছবি: সংগৃহীত

'জরুরীভাবে বিকাশ এ ২৫ হাজার টাকা পাঠানো যাবে এখন, আগামীকাল সকালে আবার দিয়ে দিবো ইনশাল্লাহ'। এটি  কোন সমস্যাগ্রস্ত মানুষের আকুতি নয়। একজন প্রতারক হ্যাকারের টাকা চাওয়ার ধরণ এটি। নাম্বার হ্যাক করে এভাবে প্রতারক চক্র সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে।

সম্প্রতি রাজধানী ঢাকায় তিনজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাক করে প্রতারকরা টাকা দাবি করে। হ্যাকারদের কবলে পড়া ভুক্তভোগী এসব ব্যবসায়ীরা হচ্ছেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক হাজী মোহাম্মদ এনায়েত উল্লাহ, মো. আনোয়ার হোসেন এবং নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড.মো. সাদী- উজ-জামান।

বিষয়টি নজরে আসার পর এই তিনজন ব্যবসায়ীই ফেচবুকে নাম্বার হ্যাক হওয়ার কথা জানিয়ে আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে অনুরোধ করেন। একই সঙ্গে সবাই সতর্ক থাকারও অনুরোধ করা হয়।

জানা গেছে, এ ধরনের প্রতারণা হ্যাকাররা আগে করলেও এখন তারা ব্যবসায়ীদের টার্গেট করে বড় অঙ্কের অর্থ দাবি করছে। অনেকে হ্যাকারদের খপ্পরে পড়ে হাজার হাজার টাকা পাঠিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সংশ্লিষ্টরা বলছেন,  এ ধরনের প্রতারণা করে যেসব হ্যাকাররা টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছে তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

শিহাব

×