ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

কাশ্মীরে না গিয়ে বিকল্প হিসেবে এখানে ঘুরতে যেতে পারেন

প্রকাশিত: ১২:৪৮, ২৪ এপ্রিল ২০২৫

কাশ্মীরে না গিয়ে বিকল্প হিসেবে এখানে ঘুরতে যেতে পারেন

ছবি: সংগৃহীত

কাশ্মীরের পহেলগাঁওয়ে সম্প্রতি ভয়াবহ সন্ত্রাসী হামলার পর, দক্ষিণ এশিয়ার পর্যটকদের জন্য একটি শান্তিপূর্ণ ও নিরাপদ বিকল্প হিসেবে উঠে এসেছে ভুটান। “ল্যান্ড অফ দ্য থান্ডার ড্রাগন” নামে পরিচিত এই হিমালয়ঘেঁষা দেশটি মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, বৌদ্ধ সংস্কৃতি ও নিরবচ্ছিন্ন নিরাপত্তায় ভরপুর।

সম্প্রতি এক ভ্রমণকারীর অভিজ্ঞতায় উঠে এসেছে ভুটানের পারো, হা ভ্যালি, থিম্পু ও পুনাখার সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের অনুপম বর্ণনা। বিশেষভাবে উল্লেখযোগ্য টাইগার'স নেস্ট মঠ, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ১০,০০০ ফুট উঁচুতে অবস্থিত এবং বহু পর্যটকের আরাধ্য গন্তব্য।

এছাড়া, পর্যটকদের জন্য থাকছে গ্ল্যাম্পিং অভিজ্ঞতা, বৌদ্ধ গুরুদের আশীর্বাদ, হিমালয়ের তুষারাবৃত দৃশ্য ও স্থানীয় লোকনৃত্যের স্বাদ। শুধু ২% পর্যটকই হা ভ্যালির মতো স্থান পরিদর্শন করেন, যা একে করে তোলে ভিড়মুক্ত ও ব্যক্তিগত অভিজ্ঞতার এক আদর্শ উদাহরণ।

যেখানে কাশ্মীর আজ অনিশ্চয়তায়, সেখানে ভুটান হতে পারে শান্তিপূর্ণ ভ্রমণের নতুন ঠিকানা।
 

সূত্র: https://sikelelitravel.com/bhutan-land-of-thunder-dragon/

আবীর

×