ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

তসলিমা নাসরিন ও হিরো আলমের মধ্যে চলছে উত্তপ্ত বাক্য বিনিময়

প্রকাশিত: ১৩:১৪, ২৩ এপ্রিল ২০২৫; আপডেট: ১৩:১৭, ২৩ এপ্রিল ২০২৫

তসলিমা নাসরিন ও হিরো আলমের মধ্যে চলছে উত্তপ্ত বাক্য বিনিময়

ছবি: সংগৃহীত

মুমূর্ষু অবস্থায় বাবার পাশে না থাকায় এবার স্ত্রী রিয়ামণিকে ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন হিরো আলম। তবে তার এমন সিদ্ধান্তকে পুরুষতান্ত্রিক বলে আখ্যা দিয়েছেন প্রবাসী লেখিকা তসলিমা নাসরিন। তবে হিরো আলমও কিন্তু থেমে নেই।

আপনি কি বিয়ে করেছেন? এমনই এক পাল্টা প্রশ্ন তসলিমা নাসরিনের দিকে ছুড়ে দিয়েছেন তিনি। মূলত গত পরশু তসলিমা নাসরিন তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে লিখেছেন রিয়ামণির মত স্মার্ট একটি মেয়ে হিরো আলমকে কি শুধু টাকা দেখেই বিয়ে করেছে? তসলিমা লিখেছেন, "ভেবেছিলাম অন্য কোন গুণ না থাকলেও হয়তো একটি গুণ আছে হিরো আলমের। মেয়েদের ব্যক্তি হিসেবে হয়তো সম্মান করে সে। তবে তার ধারণা ভুল ছিল।"

স্ত্রীর প্রতি আলমের আচরণকে কটাক্ষ করে তিনি লিখেছেন, এমন চরম নারীবিদ্বেষী চরিত্রকে লোকে বাহবা দেবে। তার কাছ থেকে শিখবে যে স্ত্রী মানেই চাকরানী, স্ত্রী মানেই দাসী। শিখবে, স্ত্রীর দায়িত্ব স্বামী এবং তার পরিবারের আত্মীয় স্বজনকে সেবা করা।" তবে তসলিমা নাসরিনের এমন মন্তব্যের অবশ্য পাল্টা জবাবও দিয়েছেন হিরো আলম। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে উল্টো তসলিমা নাসরিনের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি।

আলম লিখেছেন, "তসলিমা নাসরিন আপনি কি বিয়ে করেছেন? আপনি কি কখনো স্বামীর খেদমত করেছেন না শ্বশুর-শাশুড়ির খেদমত করেছেন? আর আমাকে নিয়ে কিছু লেখার আগে আগে জানবেন তারপর লেখবেন।"

উল্লেখ্য, বাংলাদেশ থেকে নিষিদ্ধ, নির্বাসিত এই লেখিকা তসলিমা নাসরিন ভারতে বসে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ নিয়ে একের পর এক মিথ্যা ও ভুল তথ্য শেয়ার করে যাচ্ছেন। ভুল স্ট্যাটাস দিয়ে গুজব ও ঘৃণাও ছড়িয়ে যাচ্ছেন বাংলাদেশ ছেড়ে যাওয়া এই লেখিকা।

আবীর

×