ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

পবিত্র আল আকসা মসজিদ ধ্বংসের এআই ভিডিও নিয়ে তোলপাড়, জায়গায় থার্ড টেম্পল নির্মাণ!

প্রকাশিত: ১২:৩৯, ২৩ এপ্রিল ২০২৫; আপডেট: ১২:৫৫, ২৩ এপ্রিল ২০২৫

পবিত্র আল আকসা মসজিদ ধ্বংসের এআই ভিডিও নিয়ে তোলপাড়, জায়গায় থার্ড টেম্পল নির্মাণ!

ছবি : সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি একটি ভিডিও নিয়ে উত্তাল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যসহ গোটা মুসলিম বিশ্ব। ভিডিওটিতে পবিত্র আল আকসা মসজিদকে পুরোপুরি ধ্বংস হয়ে যেতে দেখা যায়, এবং তার স্থানে ইসরাইলের ‘থার্ড টেম্পল’ নির্মাণের দৃশ্য উপস্থাপন করা হয়েছে। ভিডিওটি তৈরি ও প্রচার করেছে একটি উগ্র ইসরাইলি গোষ্ঠী।

 

ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন আরব ও মুসলিম দেশ। কাতার সতর্ক করে বলেছে, এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে সহিংসতা আরো বাড়িয়ে তুলতে পারে। দেশটি এমন ভিডিও নির্মাণ ও প্রচারকে দায়িত্বজ্ঞানহীন এবং অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছে।

 

 

এদিকে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরাইলের এমন আচরণের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়, বরং ইসরাইলি আগ্রাসনের আরেকটি নগ্ন বহিঃপ্রকাশ। তারা এই ভিডিওকে মুসলিম বিশ্বের পবিত্র স্থানগুলোর বিরুদ্ধে পরিকল্পিত হুমকি হিসেবে চিহ্নিত করেছে।

 

 

বিশ্লেষকরা বলছেন, এ ধরনের এআই ভিডিও শুধু বিভ্রান্তিই ছড়ায় না, বরং বাস্তব সংঘাতের আশঙ্কাও বাড়িয়ে তোলে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এমন কনটেন্ট অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়লে তা যে কতটা বিপজ্জনক হতে পারে, সেটিই এবার প্রমাণিত হলো।

 

আঁখি

×