ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

আত্মহত্যার নাটক সাজিয়ে আর্জেন্টিনা পালিয়ে গিয়েছিলেন হিটলার? যা বললেন সিআইএ এজেন্ট

প্রকাশিত: ১২:২৫, ২৩ এপ্রিল ২০২৫; আপডেট: ১২:২৬, ২৩ এপ্রিল ২০২৫

আত্মহত্যার নাটক সাজিয়ে আর্জেন্টিনা পালিয়ে গিয়েছিলেন হিটলার? যা বললেন সিআইএ এজেন্ট

ছবি : সংগৃহীত

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি পর্বে, ১৯৪৫ সালের ৩০ এপ্রিল বার্লিনের এক সুরক্ষিত বাংকারে আত্মহত্যা করেন নাৎসি নেতা অ্যাডলফ হিটলার, এমনটাই দীর্ঘদিন ধরে ইতিহাসে লিখিত আছে। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের দাবিতে, আংশিক পুড়ে যাওয়া একটি মরদেহ উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষার পর তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল। তবে এত বছর পরও হিটলারের মৃত্যু নিয়ে নানা ষড়যন্ত্র তত্ত্ব ঘুরে বেড়াচ্ছে বিশ্বজুড়ে।

 

 

এই বিতর্ককে নতুন করে উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক এজেন্ট বব বেয়ার। তার দাবি, হিটলার আত্মহত্যার নাটক সাজিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায় পালিয়ে যান এবং সেখানে নাৎসি সাম্রাজ্য পুনরুজ্জীবিত করার চেষ্টাও করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল-কে দেয়া এক সাক্ষাৎকারে বব বেয়ার জানান, হিটলারের জীবিত থাকার পক্ষে "জোরালো প্রমাণ" রয়েছে। তিনি বলেন, "হিটলারের মৃত্যুর পরও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো দক্ষিণ আমেরিকায় প্রায় এক দশক ধরে গোপনে অনুসন্ধান চালিয়ে গিয়েছিল। এটি প্রমাণ করে, হিটলারের মৃত্যু নিয়ে সংশয় ছিল খোদ যুক্তরাষ্ট্রেরও।"

 

 

ইতিহাসবিদদের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রায় ৫ হাজারের বেশি নাৎসি সদস্য আর্জেন্টিনায় পালিয়ে আশ্রয় নিয়েছিল। হিটলারের অনুগত অনুসারীরাও সেই দলে ছিলেন বলে ধারণা করা হয়। বব বেয়ার বিশ্বাস করেন, আর্জেন্টিনায় অবস্থান করা এই নাৎসিদের গোপন নথিগুলো প্রকাশ পেলে বেরিয়ে আসবে বহু চাঞ্চল্যকর তথ্য, যা হিটলারের মৃত্যুর ইতিহাস নতুন করে লিখতে বাধ্য করতে পারে।

 

 

সম্প্রতি আর্জেন্টিনা সরকার ঘোষণা দিয়েছে, তারা হিটলারের সমর্থকদের সেই গোপন নথিগুলো প্রকাশ করতে যাচ্ছে। ইতিহাসের পৃষ্ঠায় এতদিন যা লিখা ছিল নিশ্চিতভাবে, তা হয়তো নতুন তথ্যের আলোকে সংশোধনের মুখে পড়তে চলেছে।

আঁখি

×