
ছবিঃ সংগৃহীত
কেউ কোনো দল ত্যাগ করলে, বা নিজেকে পরিবর্তন করলেই আমরা দেখি যে তিনি দুধ দিয়ে গোসল করছেন। অনেকে মনে করেন এভাবে দুধ দিয়ে গোসল করলে নিজের পরিবর্তন সাধিত হয়। পূর্বের অন্যায় থেকে বাঁচা যায়। অথবা একেকজন একেক উদ্দেশে এই কাজটি করে থাকেন।
দুধ দিয়ে গোসল করার এই প্রথা ইসলাম সমর্থিত প্রথা নয়। বরং দুধ দিয়ে গোসল করা একটি হারাম পদ্ধতি।
দুধ দিয়ে গোসল করা হারাম কেন?
প্রথমত, দুধ একটি খাবার। এই খাবার আপনি নষ্ট করছেন। দ্বিতীয়ত, আপনি অপচয় করছেন। আর অপচয়কারী শয়তানের ভাই। আপনি দুধ ফেলে দিয়ে নষ্ট করছেন। অপচয় করছেন। সুতরাং আপনি অপচয়কারী হচ্ছেন। তৃতীয়ত যারা মনে করছেন এভাবে দুধ দিয়ে গোসল করলে সে একেবারেই পরিশুদ্ধিত হয়ে যাবে, পরিবর্তিত হয়ে যাবে, অথবা তার পূর্বের অপরাধ মাফ হয়ে যাবে। এটা একটা ভুল ধারণা।
কাজেই দুধ দিয়ে গোসল করার এই প্রথা ইসলামে স্বীকৃত নয়। বরং ইসলামে এটিকে হারাম হিসেবেই গণ্য করা হয়। সুতরাং আমাদের এটি থেকে বিরত থাকা উচিৎ।
মুমু