ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

খালি জায়গায়ও যখন-তখন আগুন ধরে যেতো, যে গ্রামের রহস্য আজও অমীমাংসিত

প্রকাশিত: ০৬:০৪, ২১ এপ্রিল ২০২৫; আপডেট: ০৬:০৯, ২১ এপ্রিল ২০২৫

খালি জায়গায়ও যখন-তখন আগুন ধরে যেতো, যে গ্রামের রহস্য আজও অমীমাংসিত

ছবি: সংগৃহীত

শান্তিপূর্ণ একটি ছোট্ট গ্রাম কানেটো ডি কারোনিয়া। ২০০৪ সালে এক রহস্যজনক ঘটনায় আলোচনায় আসে ইতালির সিসিলি অঞ্চলের এই গ্রামটি। হঠাৎ করেই গ্রামের ঘরবাড়ি, আসবাবপত্র, এমনকি খালি জায়গায়ও, বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন থাকা অবস্থায়ও বিভিন্ন সরঞ্জামে যখন-তখন আগুন ধরে যেতে থাকে।

আগুন লাগার পেছনে কোনো দৃশ্যমান কারণ পাওয়া না যাওয়ায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কে এলাকা ছেড়ে চলে যান। দমকল বাহিনী ও বিজ্ঞানীরা তদন্ত করেও কোনো নির্দিষ্ট কারণ বের করতে পারেননি। বিদ্যুৎ সমস্যা নয়, এমনকি সামরিক পরীক্ষা, ভূগর্ভস্থ ইলেক্ট্রোম্যাগনেটিক শক্তি কিংবা ভিনগ্রহীদের কর্মকাণ্ড—সবই উঠে আসে জল্পনায়।

২০০৭ সালের একটি সরকারি রিপোর্টে সম্ভাব্য কারণ হিসেবে ইলেক্ট্রোম্যাগনেটিক বিকিরণের কথা বলা হলেও তা প্রমাণিত হয়নি। স্থানীয়দের বিশ্বাস, এসব ঘটনা কোনো অভিশাপ বা অতিপ্রাকৃত শক্তির কাজ।

আজও এই রহস্যের কোনো নির্ভরযোগ্য ব্যাখ্যা পাওয়া যায়নি। মাঝে মাঝে নতুন করে আগুন লাগার খবর এলেও গ্রামটি ধীরে ধীরে আবার প্রাণ ফিরে পেয়েছে। তবুও কানেটো ডি কারোনিয়া গ্রামের সেই অগ্নিকাণ্ডের ঘটনা আজও ইতিহাসে রহস্য হিসেবে রয়ে গেছে।

রাকিব

×