ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

নিলামে উঠছে পৃথিবীর সবচেয়ে দামি নীল হিরা!

প্রকাশিত: ০৯:৩০, ১৯ এপ্রিল ২০২৫

নিলামে উঠছে পৃথিবীর সবচেয়ে দামি নীল হিরা!

ছবি: সংগৃহীত

১০০ বছরে নিলামে ওঠা সবচেয়ে বিখ্যাত নীল হিরা। গত ১০০ বছরে কোনো পরিবর্তন হয়নি গোলকোন্দা ভিভিড ব্লু নামের হিরাটির আকার, ওজন ও রঙের।

যুক্তরাজ্য ভিত্তিক নিলাম প্রতিষ্ঠান ’ক্রিস্টিজ’ নিলামে তুলছে ২৩ ক্যারেট ওজনের এই চোখধাঁধানো হিরাটি। আগামী ২৪ মে সুইজারল্যান্ডের জেনেভায় ’ফোর সিজন’ হোটেলে আয়োজিত হবে এ নিলাম। ৩৫-৫৫ মিলিয়ন ডলারে বিক্রি হতে পারে ডায়মন্ডটি। বোরনের উপস্থিতিতে এমন গাঢ় নীল রং ধারণ করেছে ডায়মন্ডটি।

দক্ষিণ-মধ্য ভারতের গোলকোন্দা খনি থেকে উৎপত্তি এ হিরার। এই হিরার বিশ্বজোড়া খ্যাতি তাদের স্বচ্ছতা ও বৈচিত্র্যময় রঙের জন্য। ভারতের রাজকীয় ঐতিহ্যের একটি অংশ পিয়ার বা নাশপাতি আকারের এই হিরাটি।

একসময় ইন্দোরের মহারাজা যশবন্ত রাও হোলকারের মালিকানায় ছিল এটি। এরপর বহু খ্যাতনামা জুয়েলারি ও সংগ্রাহকদের হাতে হাতে ঘুরেছে এই রত্ন। বর্তমানে এটি সংরক্ষিত আছে ফরাসি জুয়েলার জারের ডিজাইন করা একটি আংটিতে।

সূত্র: https://www.facebook.com/share/v/1BsR8GJVzC/

মায়মুনা

×