
ছবি : জনকণ্ঠ
ভুল নামের সাইনবোর্ড, যা চোখে পড়লে সবাই বিব্রতর হতে হয়। বলার পরও হয়নি পরিবর্তন। এটি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের সামনে স্থাপন করা হয়েছে।
যেটি মেখল রোডের ঠিকাদার স্থাপন করেছেন।স্থানীয়রা ঠিকাদারকে বারবার বলার পরও নাকি তা পরিবর্তন করেননি।
এই ভুল শুধু একটি বানান ভুল নয় – পথচারীরা, বাইরের মানুষজন যখন এই সাইনটি দেখেন, তখন সেটি হাসির খোরাক হয়ে দাঁড়ায়।
আঁখি