
ছবি: সংগৃহীত
প্রতি বসন্তে কানাডার ম্যানিটোবার নারসিস স্নেক ডেন্স এলাকাটি রূপ নেয় এক বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্যে, যেখানে ৭৫,০০০-এরও বেশি লাল-ধারযুক্ত গার্টার সাপ একত্রিত হয় প্রজননের উদ্দেশ্যে—যা বিশ্বের সর্ববৃহৎ সাপের সমাবেশ হিসেবে পরিচিত।
প্রায় ড্রয়িংরুমের আকারের চুনাপাথরের এই গর্তগুলো সাপগুলোর জন্য উপযুক্ত শীতনিদ্রার আশ্রয়স্থল হিসেবে কাজ করে। এখানকার তাপমাত্রা যখন মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়, তখন এই গর্তগুলো তুলনামূলকভাবে উষ্ণ থাকে, যা সাপগুলোকে বাঁচিয়ে রাখে।
২০২৩ সালের নভেম্বরে 'বিহেভিয়োরাল ইকোলজি' পত্রিকায় প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, বাটলারের গার্টার সাপের মধ্যে জটিল সামাজিক আচরণ দেখা যায়—তারা বয়স ও লিঙ্গ অনুযায়ী দলবদ্ধ হয়।
উত্তর আমেরিকার বিভিন্ন স্থানে পাওয়া গেলেও, লাল-ধারযুক্ত গার্টার সাপ (থ্যামনোফিস সারটালিস প্যারিয়েটালিস) ম্যানিটোবার ইন্টারলেক অঞ্চলের বিশেষ ভূপ্রাকৃতিক গঠনকে আদর্শ আবাসস্থল হিসেবে গ্রহণ করেছে।
এই অঞ্চলটি এক সময় ছিল একটি উষ্ণ সমুদ্রের তলদেশ। ৪৫০ মিলিয়ন বছর আগের সেই প্রাচীন চুনাপাথরের গঠন ও ভূগর্ভস্থ ফাটল সাপদের জন্য তৈরি করেছে এক নিরাপদ আশ্রয়স্থল—বরফস্তরের নিচে, কিন্তু জলস্তরের উপরে।
প্রতি বছর এই সাপের আগমন পর্যটক ও গবেষকদের আকর্ষণ করে, যা প্রকৃতির এক অনন্য ও বিস্ময়কর নিদর্শন।
সূত্র: https://www.ndtv.com/offbeat/75-000-snakes-swarm-to-narcisse-inside-the-worlds-largest-snake-gathering-8125684
আবীর