ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

বাবাকে অবহেলা করায় স্ত্রী রিয়ামনিকে ’বয়কট’ করলেন হিরো আলম

প্রকাশিত: ১১:১৪, ১৬ এপ্রিল ২০২৫

বাবাকে অবহেলা করায় স্ত্রী রিয়ামনিকে ’বয়কট’ করলেন হিরো আলম

ছবি : সংগৃহীত

মঙ্গলবার (রাত ৯টা) রাজধানীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুর রাজ্জাক, কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম (হিরো আলম) এর পালক বাবা। শৈশব থেকে হিরো আলমের দেখাশোনার দায়িত্বে ছিলেন তিনি। হিরো আলমের জন্মদাতা পিতা ২০১৭ সালে মারা যান।  

 

 

মৃত্যুর সংবাদ নিশ্চিত করে হিরো আলম জানান, তিনি এই মুহূর্তে বিস্তারিত কথা বলতে অনিচ্ছুক। তবে ফেসবুকে একটি পোস্টে তিনি স্ত্রী মডেল রিয়ামনিকে জীবন থেকে "বয়কট" করার ঘোষণা দেন। তার অভিযোগ, হাসপাতালে তার বাবার শেষ সময়ে রিয়ামনি তার পাশে থাকেননি, বরং অন্য পুরুষদের সঙ্গে সময় কাটিয়েছেন।  

ফেসবুকে হিরো আলম লিখেন, "রিয়ামনিকে আমার জীবন থেকে বয়কট করলাম। আমার বাবা হাসপাতালে থাকাকালীন সে তার দায়িত্ব পালন করেনি, বরং নাচগান করে বেড়িয়েছে। তার পরিবারও আমার বাবাকে দেখতে আসেনি। যদি আমি অসুস্থ হই, সে কি করবে?"  

তিনি আরও উল্লেখ করেন, "রিয়ামনি আগে বার ডান্সার ছিল, তাকে ভালো পথে আনার চেষ্টা করেছি। কিন্তু ছেড়ে দেওয়া গরু আর ঘরে ফেরে না। শিগগিরই সবাই তার আসল চরিত্র বুঝতে পারবে।"  

 

 

উল্লেখ্য, হিরো আলম রিয়ামনিকে নিয়ে কাজ করার সময় তার প্রেমে পড়েন এবং দ্বিতীয় স্ত্রী নুসরাত জাহানকে তালাক দেন। এরপর রিয়ামনিকে বিয়ে করে একসঙ্গে কনটেন্ট ক্রিয়েশন চালিয়ে যান। তবে এখন এই সম্পর্কে চূড়ান্ত বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তিনি।  

হিরো আলমের সমর্থক ও অনুসারীদের কাছে তিনি বাবার আত্মার শান্তি কামনা করেছেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

আঁখি

×