ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

পৃথিবীর সব বরফ গলে গেলে যা হবে

প্রকাশিত: ০০:১১, ১৬ এপ্রিল ২০২৫

পৃথিবীর সব বরফ গলে গেলে যা হবে

ছবি সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা নিয়ে নতুন করে চিন্তার খোরাক জোগাচ্ছে একটি প্রশ্ন—যদি পৃথিবীর সব বরফ গলে যায়, তবে কী হবে?

জলবায়ু পরিবর্তনের প্রভাবে পৃথিবীর গড় তাপমাত্রা এবং সমুদ্রের তাপমাত্রা দিন দিন বাড়ছে। এর ফলে মেরু অঞ্চলের বরফ এবং বিশাল হিমবাহগুলো দ্রুত গলে যাচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, বরফ গলে যাওয়ার এই প্রবণতা যদি চলতেই থাকে, তাহলে তা বিশ্বজুড়ে ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে।

বিজ্ঞানীদের বিভিন্ন গবেষণার তথ্য অনুযায়ী, যদি পৃথিবীর সব বরফ গলে যায়, তাহলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যেতে পারে প্রায় ৬৫ থেকে ৭০ মিটার পর্যন্ত। এত উচ্চতা বাড়লে বিশ্বের অসংখ্য উপকূলীয় অঞ্চল, শহর এবং ছোট দ্বীপরাষ্ট্র পানির নিচে তলিয়ে যাবে।

বিশেষজ্ঞরা বলছেন, গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকার বিশাল বরফের চাদর সম্পূর্ণ গলে গেলে সবচেয়ে বেশি প্রভাব দেখা যাবে। এই জলস্ফীতি শুধু শহর ধ্বংসই করবে না, বরং কৃষিজমি, মিঠা পানির উৎস এবং অর্থনীতিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

বরফ গলে সমুদ্রপানি উপকূলে ঢুকে পড়লে লবণাক্ততা বেড়ে যাবে, যার ফলে কৃষি উৎপাদন হ্রাস পাবে এবং পানযোগ্য জলের সংকট তৈরি হবে। এর ফলে দারিদ্র্য, ক্ষুধা এবং বৈশ্বিক অস্থিতিশীলতা ভয়াবহ আকার নিতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, যদিও এই ধ্বংসাত্মক পরিবর্তন একদিনে ঘটবে না। তবে বর্তমান হারে বরফ গলে যেতে থাকলে এই শতাব্দীর শেষ নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১ মিটার পর্যন্ত বাড়তে পারে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে, ভবিষ্যৎ প্রজন্মকে এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।

আশিক

×