ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

এই ৪টি স্কিল আপনার আয় বাড়াতে পারে এক লাখ ডলার পর্যন্ত!

প্রকাশিত: ১২:৩১, ১৫ এপ্রিল ২০২৫

এই ৪টি স্কিল আপনার আয় বাড়াতে পারে এক লাখ ডলার পর্যন্ত!

ছবি: সংগৃহীত

টেক সার্টিফিকেশন, এআই কিংবা ইউএক্স ডিজাইন—সবাই যখন এসব জনপ্রিয় স্কিলের পেছনে ছুটছে, কিছু কম আলোচিত দক্ষতাই আপনাকে এনে দিতে পারে ছয় অঙ্কের আয়।

চলুন জেনে নেওয়া যাক এমন চারটি স্কিল যা হয়তো আপনার জানা বা শিখে ফেলাও হয়ে গেছে, কিন্তু তার সঠিক মূল্যায়ন করা হয়নি:

১. টেকনিক্যাল রাইটিং:
কনটেন্ট রাইটিংয়ের চেয়ে অনেক বেশি আয় করতে পারেন টেকনিক্যাল লেখকরা। নতুন পণ্য, সফটওয়্যার বা পরিষেবার জন্য প্রয়োজন হয় ইউজার ম্যানুয়াল, অনবোর্ডিং গাইড—যা তৈরিতে এই স্কিলের চাহিদা বেশি। বার্ষিক আয় ১২০,০০০ ডলার পর্যন্ত হতে পারে।

২. প্রপোজাল ও আরএফপি রাইটিং:
চ্যারিটি প্রতিষ্ঠান, স্টার্টআপ বা অন্যান্য সংস্থা যখন সরকারি অনুদান বা চুক্তির জন্য আবেদন করে, তখন দরকার হয় নিখুঁত প্রপোজাল লেখার। সফল আবেদন তৈরিতে দক্ষদের গড় আয় ৭০,০০০–৯০,০০০ ডলার, আর প্রতি প্রজেক্টে আয় হতে পারে ৪,০০০ ডলার বা তার বেশি।

৩. ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট:
বিশ্বের প্রায় ৪৩% ওয়েবসাইট চলে ওয়ার্ডপ্রেসে। টিউটোরিয়াল দেখে শেখা যায় সহজেই। ছোট ব্যবসা ও স্টার্টআপগুলোর চাহিদা বাড়ছে। বছরে আয় ৯৭,০০০ ডলার পর্যন্ত, ফ্রিল্যান্সিংয়ে আরও বেশি।

৪. প্যাকেজিং ডিজাইন:
লোগো বা পোস্টার নয়, আজকের বাজারে ব্র্যান্ডিংয়ের অন্যতম মূল হাতিয়ার হলো আকর্ষণীয় প্যাকেজ ডিজাইন। চাকরির ক্ষেত্রে আয় ৮৫,০০০ ডলার পর্যন্ত হলেও ফ্রিল্যান্স ডিজাইনাররা প্রতি প্রজেক্টে আয় করেন ১,০০০–৫০,০০০ ডলার।


নতুন কিছু শেখার চেয়ে আপনার বিদ্যমান দক্ষতার সঠিক ব্যবহার শুরু করুন। এগুলোই হতে পারে আপনার কাঙ্ক্ষিত ১০০,০০০ ডলার আয়ের চাবিকাঠি।

 

সূত্র: https://www.forbes.com/sites/rachelwells/2025/04/14/4-underrated-skills-that-are-worth-up-to-100000-in-2025/

আবীর

×