ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

বিশ্বের সর্বোচ্চ বুদ্ধিমত্তাসম্পন্ন, কে এই অনন্য প্রতিভাবান ব্যক্তি!

প্রকাশিত: ০২:২২, ১৫ এপ্রিল ২০২৫

বিশ্বের সর্বোচ্চ বুদ্ধিমত্তাসম্পন্ন, কে এই অনন্য প্রতিভাবান ব্যক্তি!

ছবি: সংগৃহীত

বিশ্বের বুদ্ধিমত্তার মাপকাঠি হিসেবে ব্যবহৃত হয় IQ (ইন্টেলিজেন্স কোশেন্ট)। এটি এমন একটি মান, যা বিভিন্ন ধরণের মানসিক দক্ষতা যেমন ধাঁধাঁ সমাধান, স্মৃতিশক্তি এবং যৌক্তিক চিন্তাভাবনার উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়।

সাধারণভাবে, IQ স্কোর ১০০-১১০ এর মধ্যে থাকাই স্বাভাবিক ধরা হয়। তবে ইতিহাসে কিছু অসাধারণ প্রতিভাবান ব্যক্তির IQ ছিল ২০০-২৫০ এর মধ্যে।

বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বিশ্বের সর্বোচ্চ IQ এর অধিকারী ব্যক্তি হলেন টেরেন্স টাও, যাঁর স্কোর ২২৫ থেকে ২৩০ এর মধ্যে।

চীনে জন্ম নেওয়া টাওয়ের বয়স এখন প্রায় ৫০। মাত্র ২ বছর বয়সেই তিনি ৫ বছর বয়সীদের বানান করা ও সংখ্যা যোগ করা শেখাতেন। ১০ বছর বয়স থেকেই অংশ নেয়া শুরু করেন আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে। পর্যায়ক্রমে ১৯৮৬ সালে ব্রোঞ্জ, ১৯৮৭ সালে রৌপ্য এবং ১৯৮৮ সালে স্বর্ণ পদক জিতে গণিত অলিম্পিয়াডে সবচেয়ে কমবয়সী স্বর্ণপদক বিজয়ী হিসেবে রেকর্ড গড়েন তিনি।

তাকে অনেকেই বলেন ‘গণিতের মোজার্ট’। টেরেন্স টাও মাত্র ৯ বছর বয়সে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্যালকুলাস পড়া শুরু করেন। ১৬ বছর বয়সেই তিনি যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি শুরু করেন—যা শুনতে প্রায় অসম্ভব মনে হতে পারে।

তাঁর অসাধারণ প্রতিভা শুধু একাডেমিক সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়, তিনি এখন পর্যন্ত ১৭টি বই এবং ৩০০টিরও বেশি গবেষণাপত্র প্রকাশ করেছেন। টেরেন্স টাওয়ের মতো প্রতিভা হয়তো শতাব্দীতে একবারই আসে। তাঁর জীবন প্রমাণ করে দেয়, মানব মস্তিষ্ক কতটা বিস্ময়কর হতে পারে!

 

সূত্র: হিন্দুস্তান টাইমস

রাকিব

×