ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

তাজমহল এই সময়ে বানালে খরচ কত পড়তো?

প্রকাশিত: ০১:৫২, ১৫ এপ্রিল ২০২৫; আপডেট: ০১:৫৩, ১৫ এপ্রিল ২০২৫

তাজমহল এই সময়ে বানালে খরচ কত পড়তো?

ছবি: সংগৃহীত

ঐতিহ্য, সংস্কৃতি ও বৈচিত্র্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত ভারত। সেই গর্বের একটি বড় অংশ জুড়ে রয়েছে ঐতিহাসিক সব স্থাপত্য, যার মধ্যে তাজমহল অন্যতম। এটি শুধু একটি সৌধ নয়, বরং প্রেমের এক অমর প্রতীক।

মুঘল সম্রাট শাহজাহান তাঁর প্রিয় স্ত্রী মমতাজের স্মৃতিতে এই অসাধারণ সৌধ নির্মাণ করেন। ইতিহাস অনুযায়ী, এর নির্মাণ শুরু হয় ১৬৩২ সালে এবং সম্পূর্ণ হতে সময় লেগেছিল প্রায় ২২ থেকে ২৫ বছর।

তাজমহলের স্থাপত্যে দেখা যায় ভারতীয়, ইসলামিক ও মুঘল শিল্পের এক অপূর্ব সংমিশ্রণ। এতে ব্যবহৃত হয়েছিল দামী দামী পাথর ও সামগ্রী– যেমন ল্যাপিস লাজুলি, কার্নেলিয়ান, অনিক্স, সোনা এবং মার্বেল। সেই সময়কার হিসেবে প্রায় ২০,০০০ শ্রমিক এবং ১,০০০-এর বেশি হাতি এই বিশাল নির্মাণকাজে নিয়োজিত ছিল।

নির্মাণ ব্যয়ের হিসাব

তাজমহল নির্মাণে মোট কত খরচ হয়েছিল, তা নিয়ে বিভিন্ন মত রয়েছে। ইতিহাসবিদ জাদুনাথ সরকার তাঁর বই ‘Studies in Mughal India’ এ উল্লেখ করেন যে, এর নির্মাণ ব্যয় ছিল প্রায় ৪২ লাখ রুপি, যা আজকের হিসেবে দাঁড়ায় প্রায় ৫৪.৬ লাখ টাকা (বাংলাদেশি মুদ্রায়)

কিন্তু আধুনিক সময়ের গবেষণা ও মূল্যায়ন অনুযায়ী, যদি তাজমহল আজ নির্মাণ করা হতো, তাহলে তার খরচ হতো প্রায় ৭৫০০ কোটি রুপি, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৯৭৫০ কোটি টাকা। কিছু আন্তর্জাতিক হিসাব বলছে, খরচ হতে পারতো প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার!

এত বিশাল পরিমাণ অর্থ খরচ হলেও এই সৌধের সৌন্দর্য, নকশা ও ইতিহাসের গুরুত্ব এতটাই বেশি যে, একে নির্দিষ্ট অর্থমূল্যে পরিমাপ করা প্রায় অসম্ভব।

তাজমহল শুধুই এক স্থাপত্য নয়, এটি ভালোবাসা, নিখুঁত কারুশিল্প এবং ঐতিহাসিক ঐশ্বর্যের এক অনন্য প্রতীক।

 

সূত্র: https://www.india.com/

রাকিব

×