
ছবিঃ সংগৃহীত
গ্রীষ্মের নিস্তব্ধ রাতে যখন সবাই নিশ্চিন্ত ঘুমে বিভোর, তখন কেউ কেউ মশার অত্যাচারে ঘুমহীন রাত কাটান। আশপাশে অনেক মানুষ থাকলেও মশারা যেন ঠিক একজনকেই বেছে নেয়। প্রশ্ন উঠেছে—মশারা কি কিছু মানুষকে বেশি পছন্দ করে?
গবেষকরা বলছেন, মশারা কিন্তু নির্বিচারে কামড়ায় না। তাদের রয়েছে চূড়ান্ত সচেতনতা বা সহজাত বাছাই ক্ষমতা। মানুষদের শরীর থেকে বের হওয়া গন্ধ, ঘাম, নিঃশ্বাস এমনকি রক্তের গ্রুপ পর্যন্ত মশার পছন্দ-অপছন্দ নির্ধারণে ভূমিকা রাখে।
কার্বন ডাই-অক্সাইড ও শ্বাসপ্রশ্বাস
মশারা মানুষের শ্বাসপ্রশ্বাস থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইড দূর থেকেই শনাক্ত করতে পারে। স্বাস্থ্যবান ব্যক্তি বা গর্ভবতী নারীদের শ্বাসে বেশি পরিমাণ CO₂ থাকে, যা মশাদের কাছে আকর্ষণীয়।
রক্তের গ্রুপ
গবেষণায় দেখা গেছে, ও (O) গ্রুপের রক্ত মশারা সবচেয়ে বেশি পছন্দ করে, এরপর বি (B) এবং সবচেয়ে কম পছন্দ এ (A) গ্রুপ। ও পজিটিভ হলে আপনি সত্যিই ‘মশার ফেভারিট’ হতে পারেন।
ঘাম ও ব্যাকটেরিয়া
কিছু মানুষের ঘামে ল্যাকটিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড ও অ্যামোনিয়ার পরিমাণ বেশি থাকে—যা মশার কাছে সুগন্ধির মতো কাজ করে। আবার ত্বকের ব্যাকটেরিয়ার সংমিশ্রণও মশাকে আকৃষ্ট করে, আর সেটিও বেশি দেখা যায় ও পজিটিভ রক্তের মানুষের মধ্যে।
মদ্যপান ও পোশাকের রং
বিশেষ করে বিয়ার পান করার পর শরীর থেকে নির্গত রাসায়নিক পদার্থ মশার আকর্ষণ বাড়ায়। এছাড়া মশারা কালো, লাল ও গাঢ় নীল রঙের পোশাকে থাকা ব্যক্তিদের দিকে বেশি ঝুঁকে। হালকা রঙের কাপড় কিছুটা সুরক্ষা দিতে পারে।
জেনেটিক্স
গবেষণা বলছে, মশার প্রতি আকর্ষণের ৮৫% নির্ভর করে জেনেটিক উপাদানের ওপর। পরিবারের কেউ যদি মশার প্রিয় হন, তবে আপনিও উত্তরাধিকারসূত্রে মশার প্রিয়জন হয়ে উঠতে পারেন।
মশা তাড়ানোর ঘরোয়া উপায়
তবে মুক্তির পথও আছে। লেমনগ্রাস, তুলসি, লবঙ্গের গন্ধ মশারা সহ্য করতে পারে না। বারান্দা বা জানালায় এসব গাছ রাখা কিংবা তুলসি ও লবঙ্গ ফোটানো পানি স্প্রে করাও কার্যকর। সিট্রোনেলা অয়েল দিয়ে মোমবাতি জ্বালানো কিংবা নারকেল তেলের সঙ্গে নিম তেল মিশিয়ে প্রাকৃতিক লোশন হিসেবে ব্যবহার করা যায়। কর্পুর জ্বালালে বা পানির পাত্রে রেখে দিলে ঘরে মশার উপদ্রব কমে।
শেষ কথা
প্রশ্ন থেকে যায়—মশারা কেন আমাদের রক্তই খায়? বিজ্ঞানীরা জানান, স্ত্রী মশাদের ডিম তৈরি করতে প্রোটিন দরকার, যা তারা রক্ত থেকে সংগ্রহ করে। তাই মশা আমাদের বিরক্ত করতে নয়, বরং নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে আমাদের কামড়ায়।
মশাদের এই 'ভালোবাসা' থেকে বাঁচতে হলে চাই কিছু সাবধানতা আর বুদ্ধিমত্তা। তাহলে অন্তত ঘুমের রাত্রি কিছুটা হলেও শান্তিতে কাটানো যাবে।
ইমরান