ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

স্ত্রীর পরামর্শে গোলাপ বাগান করে লাখপতি জামাল করতে চান অন্যদের কর্মসংস্থান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:২৬, ১৩ এপ্রিল ২০২৫; আপডেট: ১২:২৭, ১৩ এপ্রিল ২০২৫

স্ত্রীর পরামর্শে গোলাপ বাগান করে লাখপতি জামাল করতে চান অন্যদের কর্মসংস্থান

স্ত্রীর পরামর্শেই একজন সাধারণ দিনমজুর এখন বিশাল গোলাপ বাগানের মালিক। অক্লান্ত পরিশ্রম এবং ইচ্ছাশক্তির জোরে এখন একজন সফল গোলাপ চাষি নেত্রকোণার জামাল উদ্দীন। 

তিনি বলেন, মাথার মধ্যে চিন্তাভাবনা ছিল যদি একটা বাগান করতে পারতাম কখনো জায়গা পেলে। আস্তে আস্তে শুরু করলাম। এখন এইখানে প্রায় ৪৫ শতাংশ জমি আছে। গাছ আছে প্রায় ৮-৯ হাজার। তবে জমি লিজ নেওয়া। তাই বড় করতে পারতেছি না। 

জামাল উদ্দীন এক সময় কাজ করতেন অন্যের ফুল বাগানে। পরবর্তীতে স্ত্রীর পরামর্শে ৪৫ শতক জমি বর্গা নিয়ে শুরু করেন বাণিজ্যিক গোলাপ চাষ। বর্তমানে তার বাগানেই রয়েছে প্রায় সাড়ে আট হাজার গোলাপ গাছ। তার বাগান থেকেই প্রতিদিন সংগ্রহ হচ্ছে হাজার হাজার গোলাপ। যা বিক্রি হচ্ছে স্থানীয় বাজারে। 

জামাল উদ্দীন বলেন, ‘এখন বর্তমানে প্রতিদিন দেড় থেকে দুই হাজার টাকার গোলাপ আমি বিক্রি করতে পারি। আমি যদি একটু সহযোগিতা পাই তাহলে আরও পরিসরে করতে পারলে আরও তিন থেকে চার জনের কর্মসংস্থান তৈরি হবে।’

জামাল উদ্দীনের গোলাপ বাগানের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ভীড় জমান দর্শণার্থীরা। ব্যাবসায়ীরাও আসেন ফুল সংগ্রহ করতে। 

জামালের সফলতা থেকে উদ্বুদ্ধ হচ্ছেন এলাকার অনেকেই৷ তার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন নতুন চাষীরা।

মুমু

×