ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

স্বপ্ন নয় বাস্তব! ৬টি দেশ যেখানে ১ কোটি টাকায় আপনি হবেন আর্থিকভাবে স্বাধীন

প্রকাশিত: ২৩:০৪, ১২ এপ্রিল ২০২৫; আপডেট: ২৩:০৪, ১২ এপ্রিল ২০২৫

স্বপ্ন নয় বাস্তব! ৬টি দেশ যেখানে ১ কোটি টাকায় আপনি হবেন আর্থিকভাবে স্বাধীন

ছবি: সংগৃহীত।

বর্তমান বিশ্বের অধিকাংশ শহরে ১ লাখ মার্কিন ডলার (প্রায় ১ কোটি ১০ লাখ টাকা) শুনতে যতটা বড় অঙ্ক মনে হয়, বাস্তবে তা দিয়ে দীর্ঘমেয়াদী আর্থিক স্বাধীনতা পাওয়া বেশ কঠিন। তবে এমন কিছু দেশ রয়েছে যেখানে জীবনযাত্রার ব্যয় এতটাই কম যে এই অর্থ দিয়ে আপনি বছরের পর বছর নিশ্চিন্তে জীবন কাটাতে পারেন—বিনা টেনশনে, চাপে নয় বরং স্বাচ্ছন্দ্যে। চলুন জেনে নেওয়া যাক এমন ছয়টি দেশের কথা, যেখানে আপনি স্বল্প সঞ্চয়েই পেতে পারেন বড় ধরনের স্বাধীনতা।

১. ভিয়েতনাম
ভিয়েতনামে জীবনযাত্রার ব্যয় তুলনামূলকভাবে অত্যন্ত কম। রাজধানী হ্যানয়ে একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি মাসে মাত্র ৮০০-১০০০ ডলার ব্যয় করেই থাকতে পারেন। সাশ্রয়ী ভাড়া, সুস্বাদু খাবার এবং আধুনিক স্বাস্থ্যসেবার কারণে ভিয়েতনাম এখন ডিজিটাল নোম্যাড ও অবসরপ্রাপ্তদের পছন্দের জায়গা হয়ে উঠেছে।

২. মেক্সিকো
মার্কিন যুক্তরাষ্ট্রের নিকটবর্তী হওয়ায় মেক্সিকো দীর্ঘদিন ধরেই স্বল্প বাজেটের অবসরপ্রাপ্তদের জন্য আদর্শ স্থান। মেরিডা, গুয়াদালাহারা কিংবা লেক চ্যাপালার মতো শহরগুলোতে ১০০০-১২০০ ডলার মাসিক খরচেই পাওয়া যায় ভালো মানের জীবন।

৩. ইন্দোনেশিয়া (বালি)
বালি শুধুমাত্র পর্যটকদের স্বর্গ নয়, বরং জীবনযাপনের খরচও এখানে অনেক কম। সমুদ্রসৈকতের ধারে একটি ভালো বাসস্থান, সস্তা খাবার এবং বিনোদনের অসংখ্য অপশন—সব মিলিয়ে বালিতে ১০০০ ডলারের কম খরচেই একজন মানুষ আরামসে জীবন কাটাতে পারেন।

৪. থাইল্যান্ড
থাইল্যান্ডের চিয়াং মাই বা পাতায়া শহর স্বল্প খরচে উন্নত জীবনযাপনের জন্য বিখ্যাত। খাবার, যাতায়াত, বাসস্থান এবং স্বাস্থ্যসেবা—সবকিছুই তুলনামূলকভাবে সাশ্রয়ী। এখানকার উষ্ণ আবহাওয়া ও প্রাণবন্ত সংস্কৃতি অনেককেই আকৃষ্ট করে।

৫. ফিলিপাইন
ফিলিপাইনের বহু দ্বীপ রয়েছে যেখানে অল্প খরচে শান্তিপূর্ণ জীবন যাপন সম্ভব। এখানকার ইংরেজি-ভাষাভাষী পরিবেশ, বন্ধুবৎসল মানুষ এবং সুন্দর প্রকৃতি একে বিদেশি নাগরিকদের জন্য আকর্ষণীয় করে তুলেছে।

৬. জর্জিয়া
ইউরোপ এবং এশিয়ার সংযোগস্থলে অবস্থিত জর্জিয়ায় জীবনযাত্রার ব্যয় অনেক কম হলেও ইউরোপিয়ান মানের সুযোগ-সুবিধা পাওয়া যায়। তিবিলিসি শহরে ৮০০-১০০০ ডলারের মধ্যে একজন মানুষ ভালো মানের জীবন যাপন করতে পারেন।


যদি আপনার সঞ্চয়ে থাকে ১ লাখ ডলার এবং আপনি খুঁজছেন এমন এক জীবন যেখানে খরচ কম কিন্তু শান্তি বেশি—তবে এই দেশগুলো আপনার জন্য হতে পারে আদর্শ গন্তব্য। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভিসা নীতিমালা, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা বিষয়গুলো ভালোভাবে জেনে নেওয়া জরুরি।

নুসরাত

×