ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

জামায়াতে ইসলামীকে ক্ষমতায় চাওয়ার চিঠি মিললো পাগলা মসজিদের দানবাক্সে

প্রকাশিত: ১৩:১০, ১২ এপ্রিল ২০২৫

জামায়াতে ইসলামীকে ক্ষমতায় চাওয়ার চিঠি মিললো পাগলা মসজিদের দানবাক্সে

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে টাকা, স্বর্ণালঙ্কার ও বিভিন্ন চিঠি পাওয়া গেছে। শনিবার (১২ এপ্রিল) সকাল ৭টায় মসজিদের ৯টি দানবাক্স ও ২টি ট্রাঙ্ক খোলা হয়। এ সময় সেনাবাহিনী, পুলিশ, এপিপিএন ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

 

দানবাক্স থেকে প্রাপ্ত এক চিঠিতে লেখা ছিল: ‘হে আল্লাহ, আমি বাংলাদেশে জামাতি ইসলামকে ক্ষমতায় দেখতে চাই। হে আল্লাহ, আমার দোয়া কবুল করো। এটাই আমাদের মুসলিমদের চাওয়া, জামাতি ইসলাম, আমিন।’ এ ধরনের নাম-পরিচয়বিহীন চিঠি আগেও পাওয়া গেছে।  

এছাড়াও বিভিন্ন ব্যক্তির মনোবাসনা ও আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে চিঠিগুলোতে। কোনো কোনো চিঠিতে প্রেমিক-প্রেমিকার মিলনের আকুতি জানানো হয়েছে। আবার একটি চিঠিতে প্রশ্ন করা হয়েছে: ‘পাগলা চাচা, শেখ হাসিনা কোথায়?’  

 

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান এবং পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। ফৌজিয়া খান জানান, পাগলা মসজিদ ধর্মপ্রাণ মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে সব ধর্মের মানুষ দান করেন। সংগৃহীত অর্থ দিয়ে একটি দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্স নির্মাণ করা হবে, যেখানে একসঙ্গে ৩০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।  

পাগলা মসজিদের দানবাক্সে নানা রহস্যময় চিঠি ও মূল্যবান দান পাওয়ার ঘটনা এবারও অব্যাহত রয়েছে।

আঁখি

×