ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

পুরুষদের আঙুল দেখেই এখন থেকে জানতে পারবেন গোপন সব তথ্য

প্রকাশিত: ১৮:০৪, ১১ এপ্রিল ২০২৫

পুরুষদের আঙুল দেখেই এখন থেকে জানতে পারবেন গোপন সব তথ্য

ছবি: সংগৃহীত

আপনার আঙুল কি বলে দিতে পারে আপনি কেমন মানুষ? সম্প্রতি একটি মজার গবেষণায় উঠে এসেছে—বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে আঙুলের মাপ দিয়ে কিছুটা বোঝা যায় তাদের ব্যক্তিত্ব! মূলত তর্জনী এবং অনামিকার দৈর্ঘ্যের পার্থক্য থেকে এ তথ্য বিশ্লেষণ করা হয়েছে, যা টেস্টোস্টেরনের মাত্রার সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করা হচ্ছে।

গবেষণায় পুরুষদের আঙুল তিনটি ধরনে ভাগ করা হয়েছে:

টাইপ এ – অনামিকা তর্জনীর চেয়ে বড়

এই ধরনের পুরুষরা সাধারণত আত্মবিশ্বাসী, আকর্ষণীয় এবং ঝুঁকি নিতে ভালোবাসেন। এরা সহজেই মানুষের সঙ্গে মিশে যান এবং পেশাগত জীবনে তুলনামূলক বেশি উপার্জন করেন।

টাইপ বি – অনামিকা তর্জনীর চেয়ে ছোট

এরা আত্মনির্ভরশীল এবং অনেকটাই একাকিত্ব পছন্দ করেন। একটু আত্মকেন্দ্রিক প্রকৃতির হলেও এরা স্বাধীনভাবে চলতে স্বচ্ছন্দ। তবে প্রেমের ব্যাপারে একটু পিছিয়ে থাকেন, প্রথমে এগিয়ে যেতে চান না।

টাইপ সি – অনামিকা ও তর্জনীর দৈর্ঘ্য সমান

এই ধরনের পুরুষরা শান্ত, ভারসাম্যপূর্ণ এবং বিশ্বস্ত। তারা মধ্যস্থতাকারী হিসেবে ভালো কাজ করেন এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে সংগঠিতভাবে চলেন।

বিজ্ঞান বিতর্কের বিষয় হতে পারে, তবে অনেকেই মজা করে মিলিয়ে দেখতে ভালোবাসেন—নিজেদের বা কাছের কাউকে এই তিন ধরনের কোনটিতে ফেলা যায়!

আপনারটা মিলল কি? একবার নিজের হাতটা ভালো করে দেখে নিন!

 

সূত্র: https://www.tips-and-tricks.co/various/fingers-personality/2/

আবীর

×