ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সবুজ জীবনযাপনের জন্য সেরা দেশসমূহ

প্রকাশিত: ২১:০৮, ১০ এপ্রিল ২০২৫

সবুজ জীবনযাপনের জন্য সেরা দেশসমূহ

ছবি: সংগৃহীত

২০২৪ সালের ‘বেস্ট কান্ট্রিজ ফর গ্রিন লিভিং’ র‍্যাংকিং প্রায় ১৭,০০০ মানুষের অংশগ্রহণে একটি বৈশ্বিক জরিপের ভিত্তিতে সেরা দেশগুলো নির্বাচন করা হয়েছিল। পরিবেশ সচেতনতা, স্বাস্থ্য সচেতনতা ও উদ্ভাবনী মনোভাব—এই তিনটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে তালিকাটি তৈরি করা হয়েছে।

১ম: সুইডেন — পরিবেশবান্ধব চিন্তা ও উন্নত জীবনমানের কারণে শীর্ষে রয়েছে স্ক্যান্ডিনেভিয়ান দেশটি।
২য়: ফিনল্যান্ড — বনভূমিতে ঘেরা ও স্বাস্থ্যসচেতন সমাজের জন্য পরিচিত।
৩য়: সুইজারল্যান্ড — আল্পসের দেশটি পরিষ্কার পরিবেশ ও উদ্ভাবনের জন্য বিশ্ববিখ্যাত।
৪র্থ: জাপান — প্রযুক্তি ও পরিবেশের ভারসাম্যে নজরকাড়া অবস্থান।
৫ম: নরওয়ে — ফজর্ড ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, পরিবেশের প্রতি যত্নশীল।
৬ষ্ঠ থেকে ১০ম — নেদারল্যান্ডস, ডেনমার্ক, জার্মানি, কানাডা এবং নিউজিল্যান্ড যথাক্রমে অবস্থান করছে।

এই দেশগুলো পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি তাদের দায়িত্ববোধের নিদর্শন হিসেবে টেকসই জীবনযাত্রাকে গুরুত্ব দিচ্ছে।

 

সূত্র: https://www.usnews.com/news/best-countries/most-sustainable-countries

আবীর

×