ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

যে কারণে নারীদের সঙ্গে তর্কে জড়ানো ঠিক নয়

প্রকাশিত: ১৯:০৫, ১০ এপ্রিল ২০২৫

যে কারণে নারীদের সঙ্গে তর্কে জড়ানো ঠিক নয়

ছবি: সংগৃহীত

যেকোনো সম্পর্কে মতবিরোধ স্বাভাবিক, তবে কেউ কেউ মনে করেন, নারীদের সঙ্গে তর্কে জড়ানো পুরুষের জন্য বিপরীত ফল বয়ে আনতে পারে। একটি বিতর্কিত মতামত অনুযায়ী, নারীরা যখন অতিরিক্ত যুক্তি দিতে শুরু করেন, তখন সেটা অনেক সময় পুরুষের নেতৃত্ব ও আত্মবিশ্বাসের ঘাটতির ইঙ্গিত দেয়।

এই দৃষ্টিভঙ্গিতে বলা হয়, "একজন নারী যদি সঠিকভাবে নেতৃত্ব পায়, তাহলে তিনি সহযোগিতামূলক ও নারীত্বপূর্ণ আচরণ করেন।" তাই যখন তিনি তর্কে লিপ্ত হন, তখন সেটা হতে পারে পুরুষটি নিজের জায়গা থেকে সরে এসেছে তার লক্ষণ। সমাধান হিসেবে পরামর্শ দেওয়া হয়—তর্ক না করে নিজের অবস্থান স্পষ্টভাবে জানিয়ে দেওয়া এবং নিজের লক্ষ্য ও জীবনের উদ্দেশ্যের দিকে ফিরে যাওয়া।

এই পন্থা জোর দেয় দৃঢ় সীমারেখা ও পারস্পরিক জবাবদিহিতার ওপর। বিশ্বাস করা হয়, যখন একজন ব্যক্তি নিজেই নিজের কথার পেছনে দাঁড়ান, তখন অন্য পক্ষের পক্ষেও তাকে সম্মান করা সহজ হয়। আর যদি সঠিকভাবে নেতৃত্ব দেওয়ার পরেও নারীর আচরণ না বদলায়, তাহলে সম্পর্ক থেকে সরে আসার কথা ভাবা যেতে পারে।

তবে এই মতের সমালোচকরাও আছেন। তারা বলেন, এই দৃষ্টিভঙ্গি একপেশে এবং পুরনো চিন্তার প্রতিফলন হতে পারে। তাদের মতে, একটি সুস্থ সম্পর্কের ভিত্তি হওয়া উচিত পারস্পরিক সম্মান, খোলামেলা যোগাযোগ এবং আবেগীয় বুদ্ধিমত্তা।

তবুও, এই আলোচনা সম্পর্কের ভূমিকা, প্রত্যাশা এবং ক্ষমতার ভারসাম্য নিয়ে বর্তমান সমাজে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে—যেখানে নেতৃত্ব মানে কর্তৃত্ব নয়, বরং দায়িত্বশীলতা ও বোঝাপড়া।

 

সূত্র: https://medium.com/@canolindonb/never-argue-with-a-woman-9eae26960e83

আবীর

×