ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

আজ বিশ্ব ভাই-বোন দিবস

প্রকাশিত: ১৫:৪৬, ১০ এপ্রিল ২০২৫

আজ বিশ্ব ভাই-বোন দিবস

ছবি: সংগৃহীত

 

আজ (১০ এপ্রিল) বিশ্বব্যাপী পালিত হচ্ছে সিবলিংস ডে বা ভাই-বোন দিবস। এই দিনটি ভাই-বোনদের পারস্পরিক ভালোবাসা, বন্ধন ও স্মৃতিকে সম্মান জানানোর একটি বিশেষ দিন। পরিবারে এই সম্পর্কটি সবচেয়ে আপন, যেখানে ঝগড়া যেমন থাকে, তেমনি ভালোবাসা আর নির্ভরতার শক্ত বন্ধনও থাকে।

বিশ্বজুড়ে সিবলিংস ডে পালনের মূল উদ্দেশ্য হলো ভাই-বোনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, পুরনো স্মৃতি রোমন্থন করা এবং এই সম্পর্ককে আরও মজবুত করা।

১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রের ক্লডিয়া এভারস প্রথম এই দিনটি চালু করেন। নিজের প্রয়াত ভাই-বোনদের স্মরণে তিনি এই উদ্যোগ নেন, যা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন দেশে।

আজকের দিনে অনেকেই তাদের ভাই-বোনদের সঙ্গে সময় কাটান, উপহার দেন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিসহ শুভেচ্ছা বার্তা জানান।

বিশেষজ্ঞদের মতে, ভাই-বোনদের মধ্যে সম্পর্ক যত দৃঢ় হয়, মানসিক সুস্থতা ও পারিবারিক স্থিতিশীলতাও তত বেশি বাড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হচ্ছে ভাই-বোনদের আবেগঘন মুহূর্তের ছবি ও বার্তা। "তুই আমার সবচেয়ে বড় বন্ধু", "ভাই-বোন মানেই নিরাপত্তার আশ্রয়"—এমন নানা ক্যাপশনে মুখরিত আজকের দিন।

বাংলাদেশেও এই দিনটি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে।

তাই আসুন, সিবলিংস ডে-তে ভাই-বোনদের জানাই ভালোবাসা, দিই একটা আন্তরিক আলিঙ্গন আর কৃতজ্ঞতার বার্তা।

ভাই-বোনের ভালোবাসা থাকুক আজীবন অটুট।
 

কানন

×