ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

ইউটিউবের সহপ্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত জাওয়াদ কোথায় আছেন? কেন বিক্রি করেছিলেন ইউটিউব?

প্রকাশিত: ১৬:৫৯, ৯ এপ্রিল ২০২৫; আপডেট: ১৭:০১, ৯ এপ্রিল ২০২৫

ইউটিউবের সহপ্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত জাওয়াদ কোথায় আছেন? কেন বিক্রি করেছিলেন ইউটিউব?

ছবি: সংগৃহীত

বাংলাদেশি বংশোদ্ভূত জাওয়াদ করিম, যিনি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের একজন সহপ্রতিষ্ঠাতা। আজ থেকে প্রায় ২০ বছর আগে ইউটিউবে তার নিজস্ব চ্যানেলে তিনি প্রথম ভিডিও আপলোড করেন। ব্যবহারকারীরা 'মি এ্যাট দ্য জু' শিরোনামের ওই ভিডিওটি দেখেছে প্রায় ৩৫১ মিলিয়ন বার।

তবে কী কারণে তিনি ইউটিউব প্রতিষ্ঠার পর তা বিক্রি করে দেন এবং এখন তিনি কী করছেন, তা অনেকেরই অজানা। জাওয়াদ করিম ১৯৭৯ সালে জন্মগ্রহণ করেন। তার মা ছিলেন জার্মান এবং বাবা ছিলেন বাংলাদেশি। তিনি তার শৈশবকাল কাটিয়েছেন জার্মানিতে। কিন্তু ১৯৯২ সালে তিনি যুক্তরাষ্ট্রে চলে আসেন এবং সেখানে তার শিক্ষাজীবন শুরু করেন।

২০০৫ সালের ১৪ ফেব্রুয়ারি স্টিভ চেন এবং চ্যাড হার্লির সাথে তিনি ইউটিউব প্রতিষ্ঠা করেন। দ্রুতই এর জনপ্রিয়তা বৃদ্ধি পেলেও তারা প্ল্যাটফর্মে দ্রুত বর্ধমান ট্রাফিক এবং পরিচালনা ব্যয় মেটাতে পারছিলেন না। তাই তারাই গুগলের কাছে মাত্র ১.৬৫ বিলিয়ন ডলারে ইউটিউব বিক্রি করে দেন।

বর্তমানে ইউটিউবের ব্র্যান্ড মূল্য প্রায় ৪০০ বিলিয়ন ডলার। বর্তমানে জাওয়াদ করিম খুব একটা পাবলিক লাইমলাইটে নেই। তিনি বর্তমানে একজন উদ্যোক্তা এবং বিনিয়োগকারী হিসেবে কাজ করছেন, বিশেষ করে ফিনটেক এবং প্রযুক্তি স্টার্টআপগুলোতে।

ইউটিউবের মতো একটি বৃহৎ প্ল্যাটফর্মের সহপ্রতিষ্ঠাতা জাওয়াদ করিম বর্তমানে সাধারণত পাবলিক লাইফ থেকে একটু দূরে থাকেন এবং জনসম্মুখে খুব বেশি আসেন না।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=9hbHTZ-LTvU

রাকিব

×