
ছবি : সংগৃহীত
সমৃদ্ধি সবসময়ই প্রভাবের মাপকাঠি হিসেবে কাজ করেছে, ইতিহাসের কিছু সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি এমন সম্পদ অর্জন করেছিলেন যা আজকাল কল্পনাতীত মনে হয়। আজকের দিনে ইলন মাস্ক বা বিল গেটসের নাম ধনসম্পদের আলোচনায় প্রাধান্য পেলেও, তাদের সম্মিলিত সম্পদ চীনের এক সম্রাটের তুলনায় কিছুই না।
উ জে তিয়ান, যিনি সম্রাজ্ঞী উ নামে বেশি পরিচিত, তিনি ছিলেন চীনের প্রথম ও একমাত্র নারী সম্রাট এবং ইতিহাসের সবচেয়ে ধনী নারী।
তাং রাজবংশের সময়ে (৬২৪-৭০৫ খ্রিস্টাব্দ) তার শাসনামলে চীন বৈশ্বিক অর্থনীতির প্রায় ২৩% নিয়ন্ত্রণ করত, যা আজকের হিসাবে তার সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় ১২ ট্রিলিয়ন পাউন্ড,যা বাংলাদেশি টাকায় প্রায় ১৫ লক্ষ কোটি টাকা (SCMP-এর রিপোর্ট অনুযায়ী)।
তুলনা করলে, ইলন মাস্কের সম্পদ প্রায় ৩৩৯ বিলিয়ন পাউন্ড এবং বিল গেটসের ৮৩ বিলিয়ন পাউন্ড। অর্থাৎ, তাদের দুজনের সম্পদ একত্র করলেও সম্রাজ্ঞী উ-এর চেয়ে ১১ ট্রিলিয়ন পাউন্ড কম!
৬২৪ খ্রিস্টাব্দে শানঝি প্রদেশে জন্মগ্রহণ করেন উ। তিনি একটি ধনী পরিবারে জন্ম নিয়েছিলেন যার রাজদরবারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মাত্র ১৪ বছর বয়সে তিনি সম্রাট তাইজং-এর দরবারে একজন সহকারী হিসেবে যোগ দেন, যেখানে তিনি শিক্ষা ও রাজনৈতিক কৌশল রপ্ত করেন যা পরবর্তীতে তাকে ক্ষমতায় পৌঁছে দেয়।
আঁখি