ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা-১ আরোহন করলেন বাবর আলী

প্রকাশিত: ১২:০২, ৮ এপ্রিল ২০২৫

প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা-১ আরোহন করলেন বাবর আলী

ছবি: সংগৃহীত

হিমালয় পর্বতমালার অন্নপূর্ণা-১ পর্বতের চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ালেন চট্টগ্রামের বাবর আলী। আজ সকালে এই রেকর্ড গড়েন তিনি। এর আগে বিশ্বের সবচেয়ে উচ্চতর মাউন্ট এভারেস্ট, লোৎসে ও আমা দাবলামের মতো পর্বত জয় করেন তিনি।

বিশ্বের দশম উচ্চতম পর্বত অন্নপূর্ণা। তবে পর্বতারোহীদের মৃত্যুর হার বিবেচনায় বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ এই পর্বত। দুর্গম এই পর্বত জয় করতেই ২৪ মার্চ বাংলাদেশ থেকে নেপালে যান বাবর আলী।

প্রস্তুতিমূলক কাজ শেষে ২৮ মার্চ পৌঁছে অন্নপূর্ণা বেস ক্যাম্পে একদিন বিশ্রাম নিয়েই পরদিন চড়তে শুরু করেন উচ্চতা সাথে মানিয়ে নিতে। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে বাধা পান তারা। তবুও পৌঁছে যান ক্যাম্প ২ এ। ৩ এপ্রিল আবার চূড়ার দিকে উঠতে শুরু করেন বাবর আলী। এরই মধ্যে শুরু হয় তুষার ঝড়। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পৌঁছে যান ক্যাম্প ৩ এ। অবস্থার পরিপ্রেক্ষিতে ৬ এপ্রিল ক্যাম্প ৩ থেকেই শুরু হয় চূড়ার দিকে যাত্রা। একটানা ১৬০০ মিটার পথ পাড়ি দিয়ৈ ভোরে প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা-১ পর্বত জয় করেন বাবর আলী। বরফের শুভ্রতায় ওড়ান লাল সবুজের পতাকা।

সোমবারই বাবর আলীর ক্যাম্প ২ এ নেমে আসার কথা। সেখানে রাত যাপন করে বেস ক্যাম্পের নিরাপত্তায় নামবেন।

পর্বতারোহী বাবর আলী পেশায় একজন চিকিৎসক। তিনি চট্টগ্রামের পর্বতারোহণ ক্লাব ভার্টিকাল ড্রিমার্সের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান সাধারণ সম্পাদক। গতবছর সর্বোচ্চ উচ্চতার মাউন্ট এভারেস্ট ও চতুর্থ সর্বোচ্চ উচ্চতার লোৎসে পর্বত জয় করেন তিনি।

সূত্র: https://youtu.be/42uu9i-3fg8?si=Nt-gQPaiTa0znXWu

মায়মুনা

×