ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১১ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

লিফটের ক্যাবল ভেঙে গেলে কী ঘটে?

প্রকাশিত: ১৩:৫৮, ৭ এপ্রিল ২০২৫

লিফটের ক্যাবল ভেঙে গেলে কী ঘটে?

ছবি: সংগৃহীত

নভেম্বর ২০১৮-তে, শিকাগোর প্রাক্তন জন হ্যানকক সেন্টারের একটি লিফটে ছয়জন যাত্রী একটি আতঙ্কজনক যাত্রার সম্মুখীন হন যখন একটি ক্যাবল ভেঙে যায় এবং লিফটি ৮৪ তলা নিচে পড়ে। অবাক করা বিষয় হলো, যাত্রীদের কেউ গুরুতর আহত হননি।

এটা যেমন একটি অ্যাকশন মুভির দৃশ্যের মতো শোনায়, তেমনই আধুনিক লিফটেগুলোতে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা থাকে, যা বিপদ থেকে রক্ষা করে। সাধারণত, লিফটে একাধিক স্টিল বল থাকে, এবং যদি একটি ক্যাবল ভেঙেও যায়, তবে অন্যগুলো লিফটকে ধরে রাখে। আসলে, শুধুমাত্র একটি ক্যাবলও লিফটকে চালু রাখতে যথেষ্ট।

যদি একসাথে সব ক্যাবল ভেঙে যায়, তাহলে লিফটের সেফটি সিস্টেম চালু হয়ে যায়। ব্রেকিং মেকানিজম রেলগুলোতে আটকে দেয় লিফটটি, এবং সেন্ট্রিফিউগাল গভর্নরও দ্রুত গতিতে চললে কার্যকর হয়ে ওঠে। যদি সেগুলোও ব্যর্থ হয়, তবে বায়ুর চাপ এবং ঘর্ষণ লিফটটির গতি কমিয়ে দেয়, এবং বেশিরভাগ লিফটের নিচে শক অ্যাবসর্বার থাকে, যা আঘাতের শক্তি শোষণ করে।

শিকাগোর সেই ঘটনায়, যখন লিফটটি থেমে যায়, তখন ফায়ারফাইটাররা যাত্রীদের উদ্ধার করতে দেয়ালের মাধ্যমে প্রবেশ করেন, কারণ উপরের দিক থেকে রশি দিয়ে সাহায্য পৌঁছানো বিপজ্জনক ছিল। এই নিরাপত্তা ব্যবস্থা গুলোর জন্যই যাত্রীরা কোন বড় ধরনের আঘাত ছাড়াই ওই ভয়ানক পরিস্থিতি থেকে রক্ষা পেয়েছেন।

 

সূত্র: https://science.howstuffworks.com/transport/engines-equipment/elevator.htm

আবীর

×