
কাপড় ধোয়ার কিছু নিয়ম
কাপড় ভেজানোর কিছু সহজ নিয়ম আছে। যাতে করে এক কাপড়ের রং অন্য কাপড়ে হুট করে লাগবে না।
১. প্রথমে ঠা-া পানিতে সাবানের গুঁড়া ভিজিয়ে রেখে দিন। এরপর হালকা গরম পানি মেশানোর আগে গুঁড়া সাবান গুলে নিন। দেখবেন সাবানের দানাগুলো পানিতে বেশ মিশে গেছে। এবার গরম পানি ঢালুন। তারপর কাপড় ছেড়ে দিন।
২. কাপড়ের ধরন বুঝে বালতিতে রাখুন। যেমন- বেশি ময়লাগুলো একসঙ্গে, বেশি ভারিগুলো একসঙ্গে। সমস্ত কাপড় এক সঙ্গে ভেজাবেন না। তাতে কম ময়লা কাপড়ের সুতার ফাঁকে বেশি ময়লা ঢুকে যাবে এবং পাতলা কাপড়ের ময়লা আগে ছাড়বে, ভারি কাপড়ের ময়লা পরে ছাড়বে।
৩. এক বালতি কাপড় ভেজাতে আধা বালতি পানি ব্যবহার করুন। কারণ কাপড়ের ওজন হেতু পানি উপরের দিকে উঠে উপচে পড়তে পারে। তাছাড়া সাবান গোলা পানিতে কাপড় ছাড়ার কিছুক্ষণ পর তাদের আবার উল্টে-পাল্টে উপর নিচ করুন।
৪. কাপড় বেশি পানিতে ভেজালে উপকার যা হবে তা হলো, কোনো একটি কাপড় যদি রং ছাড়ে তো তাকে চিহ্নিত করা সহজ হবে। সেই সঙ্গে রংগুলো পানিতে ছড়াবে। আলাদা করে কোনো কাপড়ে দাগ বসবে না।
৫. এবার ধোয়ার পর রঙিন কাপড় আলাদা করে পানি ঝরিয়ে নিন। বাকি কাপড় ভিন্ন বালতিতে করে শুকানোর জন্য বারান্দা অথবা ছাদে নিন।
৬. কাপড় যেমনি হোক উল্টে নিয়ে শুকাতে দিন। কোনাকুনি ঝেড়ে টেনে সোজা করে নেড়ে দিন। তাতে কাপড়ের আয়ু কম ক্ষয় হয়। রোদে পুড়ে রংও নষ্ট হয় না।
৭. শুকনা কাপড় তোলার সময়ও সাবধানে যতœ করে তুলে নিন। বালতির মধ্যে চাপাচাপি করে তুলে আনবেন না। তাতে কাপড় কুচকে যাবে। আর এতক্ষণের সকল আয়োজন ব্যর্থ হবে।
বাড়ির সাহায্যকারীরা এভাবে যতœ করে কাপড় ধোবে না। তাই যতটা সম্ভব নিজেই আলাদা করে কাপড় ভিজিয়ে দিন। আর নিজের কিছু আদুরে পোশাক নিজেই ধুয়ে নিন।