
ছবি : সংগৃহীত
ঢাকার ভাটারা থানায় গৃহকর্মী পিংকি আক্তার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছেন। অভিযোগ অনুযায়ী, পরীমনির এক বছরের সন্তানকে খাওয়ানো নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে থানায় এ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়।
ঘটনার প্রেক্ষিতে পরীমনি গত রাত পৌনে ২টায় ২১ মিনিট ৬ সেকেন্ড ব্যাপী একটি ফেসবুক লাইভে নিজের বক্তব্য তুলে ধরেন। লাইভে তিনি অভিযোগগুলোকে ভিত্তিহীন আখ্যায়িত করে বলেন, "আমার স্টাফরাই আমার পরিবার। বিভিন্ন বিশেষ দিবসে তাদের নিয়েই আমি সোশ্যাল মিডিয়া পোস্ট করি। তবে এই গৃহকর্মী মাত্র এক মাস কাজ করেছে, তাকে প্রকৃত গৃহকর্মী বলা যায় না।"
পরীমনি আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে বলেন, "আমার হাতে সব প্রমাণ আছে, তবে তা যথাযথ আইনি প্রক্রিয়ায় উপস্থাপন করব। আমি আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল।" তিনি গণমাধ্যমের রিপোর্টিং নিয়েও তীব্র সমালোচনা করেন, "প্রমাণ ছাড়াই আমাকে গণমাধ্যমে দোষী সাব্যস্ত করা হচ্ছে। এটা এক ধরনের মিডিয়া ট্রায়াল।"
গত রাত নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে পুলিশ পরীমনির বাসায় গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে বলে তিনি লাইভে জানান। বাসার সকল স্টাফকে প্রশ্ন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। লাইভের এক পর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পরীমনি। তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন, "সত্যের পক্ষে থাকুন। জনগণই আসল মিডিয়া।"
বর্তমানে ভাটারা থানায় এ ঘটনার তদন্ত চলমান। উভয় পক্ষের বক্তব্যে ব্যাপক ব্যবধান দেখা যাচ্ছে। মানবাধিকার সংগঠনগুলো নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। আইনজীবীরা বলছেন, প্রমাণ ভিত্তিক সিদ্ধান্তই এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনা নিয়ে তীব্র বিতর্ক চলছে।
আঁখি