ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

ভবিষ্যতের জন্য ছাত্রজীবন থেকেই সঞ্চয় শুরু করুন

প্রকাশিত: ০৯:২৭, ৫ এপ্রিল ২০২৫

ভবিষ্যতের জন্য ছাত্রজীবন থেকেই সঞ্চয় শুরু করুন

ছবি: সংগৃহীত

ছাত্রজীবনে সঞ্চয় করা কঠিন মনে হলেও, এ সময়টাই ভবিষ্যতের অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার সবচেয়ে উপযুক্ত সময়। ছোট ছোট অভ্যাসের মাধ্যমে আপনি গড়ে তুলতে পারেন টেকসই সঞ্চয়ের অভ্যাস। নিচে ৬টি কার্যকর কৌশল দেওয়া হলো—

১. যত তাড়াতাড়ি সম্ভব সঞ্চয় শুরু করুন
কম্পাউন্ড ইন্টারেস্টের সুবিধা নিতে হলে শুরুর বয়সটাই গুরুত্বপূর্ণ। আপনার সঞ্চয়ে পাওয়া সুদের ওপরও সুদ জমবে, ফলে সময়ের সাথে সাথে তা অনেক গুণ বেড়ে যাবে।

. নিজেকে মাসিক বিল দিন
প্রতি মাসে নির্দিষ্ট একটি অংক জমা দিন এবং তা অটোমেটিক ট্রান্সফারের মাধ্যমে আলাদা সেভিংস অ্যাকাউন্টে পাঠান, যেন খরচ করার আগেই তা সঞ্চয় হয়।

৩. একটি ইমার্জেন্সি ফান্ড গড়ুন
হঠাৎ খরচ (যেমন—গাড়ি মেরামত, চিকিৎসা) সামাল দিতে এই ফান্ড অপরিহার্য। তিন মাসের খরচ সংরক্ষণ করা ভালো, তবে এক মাস দিয়েও শুরু করা যায়।

৪. স্বল্প ও দীর্ঘমেয়াদি লক্ষ্য নির্ধারণ করুন
ফোন কেনা, বিদেশে পড়তে যাওয়া বা ভবিষ্যতের শিক্ষা পরিকল্পনার মতো লক্ষ্যের জন্য আলাদা করে সঞ্চয় করুন। চাইলে প্রতিটি লক্ষ্যের জন্য ভিন্ন অ্যাকাউন্ট খুলতে পারেন।

৫. সঞ্চয় যেন সহজে হাতের নাগালে না থাকে
যতটা সম্ভব সেভিংস অ্যাকাউন্টকে আপনার দৈনন্দিন অ্যাকাউন্ট থেকে আলাদা রাখুন। ডেবিট কার্ড বা অনলাইন ট্রান্সফার অপশন থাকলে তা সীমিত করুন।

৬. উপযুক্ত সেভিংস অ্যাকাউন্ট বেছে নিন

রেগুলার সেভিংস অ্যাকাউন্ট: সুদ কম হলেও সহজে টাকা তোলা যায়।

মানি মার্কেট অ্যাকাউন্ট: সুদ বেশি, তবে ব্যালেন্সের সীমা ও শর্ত কঠিন।

সার্টিফিকেট অব ডিপোজিট (CD): সুদের হার সবচেয়ে বেশি, কিন্তু নির্দিষ্ট সময়ের আগে টাকা তুললে জরিমানা দিতে হয়।


ছাত্রজীবন থেকেই সঞ্চয় শুরু করলে ভবিষ্যতে আর্থিক স্বাধীনতা অর্জন করা সহজ হবে। তাই আজ থেকেই প্রস্তুতি নিন।

 

সূত্র: https://www.google.com/amp/www.collegedata.com/resources/money-matters/6-ways-to-save-for-your-future%3fhs_amp=true

আবীর

×