
ছবি: সংগৃহীত
মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস সম্প্রতি পডকাস্টার রাজ শামানির সঙ্গে এক আলোচনায় ভারতের বুদ্ধিবৃত্তিক ও উদ্যোক্তা পরিবেশের প্রতি তাঁর মুগ্ধতার কথা জানিয়েছেন। যখন তাঁকে জিজ্ঞাসা করা হয়, জীবিত বা মৃত—চারজন ভারতীয়ের সঙ্গে তিনি ডিনার করতে চাইলে কাদের আমন্ত্রণ জানাবেন, তখন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শিল্পপতি রতন টাটা, বিজ্ঞানী রাজ ভান এবং কিংবদন্তি গণিতবিদ শ্রীনিবাস রামানুজানের নাম উল্লেখ করেন।
বিল গেটসের তালিকায় থাকা চার ভারতীয়
১. নরেন্দ্র মোদি – গেটস ভারতের প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বের প্রশংসা করেন, বিশেষ করে ২০৪৭ সালের জন্য তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা এবং স্বাস্থ্য, শিক্ষা ও ডিজিটাল রূপান্তরে তাঁর ভূমিকার কথা উল্লেখ করেন।
২. রতন টাটা – ভারতের অন্যতম সম্মানিত ব্যবসায়ী ও সমাজসেবক। রতন টাটার শিল্প ও সামাজিক উন্নয়নে ভূমিকা গেটসকে মুগ্ধ করেছে, বিশেষত কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে তাঁর অবদান।
৩. রাজ ভান – বিশিষ্ট ভারতীয় বিজ্ঞানী রাজ ভান জৈবপ্রযুক্তির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং তাঁর গবেষণা ও জনস্বাস্থ্যে অবদান স্থায়ী প্রভাব ফেলেছে।
৪. শ্রীনিবাস রামানুজান – গেটস এই কিংবদন্তি গণিতবিদকে "রহস্যময় প্রতিভা" বলে অভিহিত করেন এবং গণিতে তাঁর অনন্য অবদানের কথা স্বীকার করেন, যা আধুনিক গণিত গবেষণাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে।
ভারতের স্টার্টআপ সংস্কৃতি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গেটসের মতামত
এই ব্যক্তিত্বদের প্রসঙ্গে কথা বলার পাশাপাশি গেটস ভারতের দ্রুত বিকাশমান উদ্যোক্তা পরিবেশের প্রশংসা করেন। তিনি দেশের বিশাল প্রতিভার ভাণ্ডার ও প্রযুক্তিগত উদ্ভাবনের ওপর জোর দেন। এছাড়া, তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন এবং স্বাস্থ্য, শিক্ষা ও অটোমেশনের মতো ক্ষেত্রে এর বিপ্লবী পরিবর্তনের সম্ভাবনার কথা উল্লেখ করেন।
তবে গেটস মনে করেন, ক্রীড়া ও বিনোদনের মতো মানবকেন্দ্রিক ক্ষেত্রগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা খুব বেশি প্রভাবিত হবে না।
সূত্র: https://timesofindia.indiatimes.com/etimes/trending/bill-gates-would-love-to-have-dinner-with-these-four-indiansfind-out-who-and-why/articleshow/119904836.cms
আবীর