ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

অনুভূতিতে আঘাত না করে বন্ধুদের এড়িয়ে যাওয়ার সহজ উপায়

প্রকাশিত: ২০:০৮, ৩ এপ্রিল ২০২৫

অনুভূতিতে আঘাত না করে বন্ধুদের এড়িয়ে যাওয়ার সহজ উপায়

ছবি: সংগৃহীত

কখনো কখনো, বন্ধুদের কাছ থেকে একটু বিরতি নেওয়া প্রয়োজন। তবে, এটা করতে গেলে তাদের অনুভূতিতে আঘাত না দেওয়ার জন্য কিছু কৌশল অবলম্বন করা জরুরি। এখানে কিছু উপায় দেওয়া হলো:

১. স্পেস চাওয়া: সরাসরি তাদের বলুন, "আমার কিছু সময় দরকার, আমি একটু একা থাকতে চাই।"
২. মেসেজ বা ফোন কলের জন্য সময় না দেওয়া: বলুন, "আমি কাজের চাপে আছি, ফোন চেক করতে পারি না।"
৩. সোশ্যাল মিডিয়ায় মিউট করা: তাদের মেসেজ না পড়লে মন খারাপ হবে না, মিউট করুন।
৪. লোকেশন শেয়ার না করা: সোশ্যাল মিডিয়ায় কোথায় যাচ্ছেন, সেটা শেয়ার করবেন না, যেন তারা না ভাবে আপনি এড়িয়ে যাচ্ছেন।
৫. ফেক ফোন কল নেওয়া: ফোনের মাধ্যমে বের হওয়ার জন্য ভুয়া কল নিন।
৬. ইমার্জেন্সি মেসেজ দেখানো: ফোনে গুরুত্বপূর্ণ মেসেজ দেখিয়ে চলে যান।
৭. বাথরুম যাওয়ার অজুহাত: জরুরি কাজের কথা বলে দ্রুত চলে যান।
৮. ব্যস্ততা দেখান: "আমি ওই দিন ব্যস্ত আছি, পরে দেখা হবে।" এভাবে বলে এড়াতে পারেন।
৯. প্রথম থেকেই পরিকল্পনা বদলে ফেলা: যদি আগে থেকেই পরিকল্পনা থাকে, তবে তা বাতিল করে নতুন সময় চাইতে পারেন।
১০. ইভেন্টে বিদায় জানানো: "এখনই যেতে হচ্ছে, পরের বার কথা হবে" বলে চলে যান।
১১. গোস্টিং করা: যদি বিদায় না জানাতে চান, তবে খালি চলে যান, কেউ হয়তো লক্ষ্য করবেনা।

সূত্র: https://www.wikihow.com/Avoid-Friends-Without-Hurting-Them

আবীর

×