ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

৯ লাখ টাকা পেনশন দিয়ে মসজিদের ইমামকে রাজকীয় বিদায়

প্রকাশিত: ১৩:৪৫, ২ এপ্রিল ২০২৫

৯ লাখ টাকা পেনশন দিয়ে মসজিদের ইমামকে রাজকীয় বিদায়

ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নতুন কহেলা এলাকায় দীর্ঘ ৩৪ বছর ধরে ইমামতির দায়িত্ব পালনকারী মাওলানা মোহাম্মদ শাহজাহান খান অবসর গ্রহণ করেছেন। গ্রামবাসী তাকে ফুলের মালা, ক্রেস্ট ও সম্মাননা প্রদর্শনের পাশাপাশি পেনশন হিসেবে ৯ লাখ ৩০০ টাকা নগদ অর্থ তুলে দিয়ে বিদায় জানান। ১লা এপ্রিল আয়োজিত এই অনুষ্ঠানে গ্রামের সব বয়সের মানুষ আবেগাপ্লুত হয়ে অংশগ্রহণ করেন।  

 

 

মাওলানা শাহজাহান খান ১৯৯১ সালে মাত্র ৬০০ টাকা মাসিক বেতনে এই মসজিদে ইমামতি শুরু করেছিলেন। বর্তমানে তার মাসিক বেতন দাঁড়িয়েছিল ১৭,০০০ টাকায়। ঢাকার প্রসিদ্ধ লালবাগ জামিয়া কোরআনিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে দাওরা ও মাওলানা ডিগ্রি অর্জনকারী এই আলেম তার কর্মজীবনে গ্রামের শতাধিক শিশুকে কোরআন শিক্ষা দিয়েছেন এবং এক হাজারেরও বেশি জানাজা পড়িয়েছেন।  

গ্রামবাসীরা ইমাম সাহেবের সরল স্বভাব, ধর্মীয় জ্ঞান ও সমাজসেবার ভূয়সী প্রশংসা করেন। স্থানীয় এক বাসিন্দা জানান, "হুজুর আমাদের সন্তানদের নৈতিক ও ধর্মীয় শিক্ষা দিয়েছেন। সরকারি চাকুরে যেমন পেনশন পায়, সেভাবেই আমরা তাকে সম্মান জানাতে চেয়েছি।"  

 

 

অনুষ্ঠানে কৃতজ্ঞতাস্বরূপ মাওলানা শাহজাহান বলেন, "এই গ্রাম আমাকে সন্তানের মতো স্নেহ দিয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি বাকি জীবনও মানুষের সেবা করতে পারি।" তার এই কথায় পুরো অনুষ্ঠানস্থল আবেগে আপ্লুত হয়ে ওঠে।  

এই ঘটনাকে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে গ্রামবাসী আশা প্রকাশ করেন, দেশের অন্যান্য মসজিদ ও মাদ্রাসার ইমাম-আলেমরাও এমন সম্মান ও সুযোগ-সুবিধা পাবেন। মাওলানা শাহজাহান খানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও নেক আমলের জন্য সকলের দোয়া কামনা করা হয়েছে।

সূত্র:https://youtu.be/HSSP4Dk_okk?si=B5QONgYvV4KbWISG

আঁখি

×