ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

দৌলতদিয়া মাছের আড়তে এক ঘন্টায় বিক্রি হচ্ছে ১৫-২০ লক্ষ টাকার মাছ

প্রকাশিত: ১১:৫৯, ২ এপ্রিল ২০২৫

দৌলতদিয়া মাছের আড়তে এক ঘন্টায় বিক্রি হচ্ছে ১৫-২০ লক্ষ টাকার মাছ

ছবি : সংগৃহীত

রাজবাড়ির দৌলদিয়া ঘাটে পদ্মা নদীর পানি কমে যাওয়ায় ধরা পড়ছে বিশাল আকৃতির নানা প্রজাতির মাছ। প্রতিদিন সকাল থেকেই এখানে মাছের আরত (নিলাম) জমজমাট হয়ে ওঠে, যেখানে বিক্রি হয় লক্ষ লক্ষ টাকার মাছ। স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, প্রতিদিন ১৫ থেকে ২০ লাখ টাকার মাছ এখানে বিক্রি হয়।  

 

  
দৌলদিয়ার মাছের বাজার সকালেই ক্রেতা-বিক্রেতাদের কোলাহলে মুখরিত হয়ে ওঠে। এখানে পদ্মার তাজা ইলিশ, পাঙ্গাস, বোয়াল, চিংড়ি, রুই, কাতলা সহ নানা প্রজাতির মাছ পাওয়া যায়। দূর-দূরান্ত থেকে ব্যবসায়ী ও খুচরা ক্রেতারা এখানে ভিড় জমান। মাছ ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, "আমাদের কাছে প্রতিদিন বিভিন্ন প্রকারের মাছ আসে। ফরিদপুর, রাজবাড়ি, শিবচর, বসন্তপুর থেকে জেলেরা মাছ নিয়ে আসেন। ক্রেতারা ফোনে অর্ডার দিলে আমরা সারাদেশে মাছ পাঠিয়ে দিই।"  

 

 


চাঞ্চল্যকর বিষয় হলো, এখানে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে মহাবিপন্ন প্রজাতির বাঘাই মাছ। তবে মৎস্য কর্মকর্তারা জানিয়েছেন, বাঘাই মাছ বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় না থাকায় তারা কোনো ব্যবস্থা নিতে পারছেন না। রাজবাড়ির মৎস্য কর্মকর্তা বলেন, "এই মাছটি সংরক্ষণের জন্য কোনো আইনি কাঠামো নেই, তাই বিক্রি বন্ধ করতে আমাদের হাত বাঁধা।"  


পদ্মা ও যমুনা নদীর সংযোগস্থলে অবস্থিত দৌলদিয়া ঘাটে মাছ ধরার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। নদীর পানি কমে যাওয়ায় বড় বড় মাছ সহজেই ধরা পড়ছে। স্থানীয় জেলেরা বলছেন, "এখন রুই, কাতলা, পাঙ্গাসের পাশাপাশি বাঘাই মাছও ধরা পড়ছে, যা আগে খুব কম দেখা যেত।"  

 


এখানে মাছ বিক্রির জন্য উন্মুক্ত নিলাম পদ্ধতি চালু রয়েছে। যে ব্যবসায়ী সর্বোচ্চ দাম দেন, তিনি মাছ কিনে নেন। একটি বড় ইলিশ বা কাতলা মাছ এক লাখ থেকে দেড় লাখ টাকায় বিক্রি হয়। মোট বিক্রি হয় ১৫-২০ লাখ টাকার মাছ।  

 

  
পরিবেশবিদরা বলছেন, মহাবিপন্ন প্রজাতির মাছ ধরা ও বিক্রি বন্ধ করতে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া উচিত। অন্যদিকে, স্থানীয় বাসিন্দারা এই মাছ বাজারে আসাকে অর্থনৈতিক সুবিধা হিসেবে দেখলেও প্রকৃতির ভারসাম্য রক্ষায় সচেতনতা জরুরি।  

সূত্র:https://youtu.be/a-SF0GqOjCE?si=Bnv9lISpB930QS5x

আঁখি

×