ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

মানুষকে হাসিয়ে পরিবারের হাল ধরেছেন ৬ তরুণ

প্রকাশিত: ২০:৩৪, ২৯ মার্চ ২০২৫

মানুষকে হাসিয়ে পরিবারের হাল ধরেছেন ৬ তরুণ

ছবি: সংগৃহীত

ভিডিও বানানোর জন্য বাড়ি থেকে বের করে দেওয়া রাসেল এখন সবার প্রিয় নাছা ভাই। মাসে আয় করছেন লাখ লাখ টাকা। তার টিমের সদস্যদের সবাই এখন নিয়েছেন পরিবারের ভরণ-পোষণের দায়িত্ব।

ভিডিও বানানোর শুটিংয়ের সময় তাদের দেখে মনে হতে পারে কিশোর গ্যাং দখলে নিয়েছে এলাকা। তবে কাছে যেতেই ভাঙবে ভুল। মনে হবে, সোশ্যাল মিডিয়ায় হাস্যরসাত্মক কন্টেন্ট তৈরির কর্মযজ্ঞে ব্যস্ত একদল তরুণ। বিনোদনের কন্টেন্ট বানিয়ে সামাজিক সচেতনতা বাড়াচ্ছে 'নাছা ভাই বিনোদন' টিমের সদস্যরা।

কৈশোর আর তারুণ্যের উদ্দীপনায় টিমের ৬ সদস্য এখন নিয়েছেন নিজেদের পরিবারের ভরণ-পোষণের দায়িত্ব। টিমের সদস্যরা জানান, 'আমরা ৬জন ৬টা পরিবারের দায়িত্ব নিতে পেরেছি।'

২০২২ সালের বন্যায় মানুষের জন্য কিছু করার প্রত্যয়ে শুরু করা এই যাত্রায় ১৫জনের অনেকেই হারিয়ে গেলেও রাসেল, আমিন, সাগর, লিপু, মিনহাজ ও পরশ কাজ করে যাচ্ছেন এখনও। অভিনয়ে কাজ করছেন ৪জন, ১জন ক্যামেরায়, আর ১জন এডিটিং ও আইটি সাপোর্টে।

একসময় পরিবারের বঞ্চনা পাওয়া এই তরুণরাই এখন পরিবারের দায়িত্ব নিয়েছেন। ভবিষ্যতে নিজেদের প্রতিষ্ঠানের মাধ্যমে বেকারত্ব ঘোচাতে কাজ করতে চান নাছা ভাই বিনোদন টিমের এই সদস্যরা।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=BYS1tTBroOY

রাকিব

×