ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

৪ কোটি মানুষকে হত্যা করা চেঙ্গিস খান এর কবর খুঁজে পাওয়া যায় নি ৮০০ বছরেও

প্রকাশিত: ০৬:১৯, ২৯ মার্চ ২০২৫; আপডেট: ০৬:২০, ২৯ মার্চ ২০২৫

৪ কোটি মানুষকে হত্যা করা চেঙ্গিস খান এর কবর খুঁজে পাওয়া যায় নি ৮০০ বছরেও

ছবি : সংগৃহীত

চেঙ্গিস খান ছিলেন ইতিহাসের এক বিস্ময়কর ও রহস্যময় ব্যক্তিত্ব, যিনি মাত্র একটি গোত্র থেকে উঠে এসে বিশ্বের বৃহত্তম স্থলভাগের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। মঙ্গোলিয়ার মরুভূমি ও তৃণভূমিতে জন্ম নেওয়া এই যোদ্ধা শুধু সামরিক প্রতিভাই দেখাননি, বরং প্রশাসনিক সংস্কার, বাণিজ্যিক পথ সুগম করা এবং ধর্মীয় সহিষ্ণুতার মতো উদার নীতিও চালু করেছিলেন। তার নেতৃত্বে মঙ্গোল সাম্রাজ্য এশিয়া ও ইউরোপের বিশাল অংশ জয় করে, যা ইতিহাসের পাতায় এক অবিস্মরণীয় অধ্যায় রচনা করেছে।  

 

 

তার মৃত্যু ও সমাধি নিয়ে রহস্য আজও অমীমাংসিত রয়ে গেছে। ১২২৭ খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়, কিন্তু কীভাবে তা ঘটেছিল তা নিয়ে নানা মতবাদ রয়েছে। কেউ বলেন যুদ্ধে আঘাত পেয়ে, কেউ বলেন বিষপ্রয়োগে, আবার কেউ দাবি করেন ঘোড়া থেকে পড়ে তার মৃত্যু হয়েছিল। তবে সবচেয়ে বড় রহস্য হলো তার সমাধিস্থল। মঙ্গোল ঐতিহ্য অনুযায়ী, তার কবর এতটাই গোপন রাখা হয়েছিল যে যারা এটা জানত, তাদেরই হত্যা করা হয়েছিল। কথিত আছে, কবর দেওয়ার পর নদীর গতিপথ বদলে ফেলা হয় এবং ঘোড়া দিয়ে মাটি সমতল করে দেওয়া হয়, যাতে কেউ চিহ্নিত করতে না পারে।  

 

 

চেঙ্গিস খানের উত্তরাধিকার শুধু সাম্রাজ্যেই সীমাবদ্ধ নয়, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে বিশ্বের প্রতি ২০০ জন মানুষের মধ্যে অন্তত একজন তার বংশধর। তার সামরিক কৌশল, প্রশাসনিক দক্ষতা এবং ধর্মীয় সহিষ্ণুতার নীতি তাকে ইতিহাসের অন্যতম সফল শাসকে পরিণত করেছে। কিন্তু আজও তার সমাধি খুঁজে পাওয়া যায়নি। মঙ্গোলিয়ার মানুষের বিশ্বাস, এই সমাধি কখনোই আবিষ্কৃত হওয়া উচিত নয়, কারণ এটি বিশ্বের জন্য অশুভ বার্তা বয়ে আনতে পারে। তৈমুর লঙের সমাধি খোলার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল এই ধরনের লোককথা মানুষের মনে ভয় জাগিয়ে রাখে।  

 

 

চেঙ্গিস খান আজও ইতিহাসের এক জীবন্ত কিংবদন্তি। তার জীবন, যুদ্ধকৌশল, শাসনব্যবস্থা এবং মৃত্যুর রহস্য গবেষকদের কাছে চিরকালীন এক কৌতূহলের বিষয় হয়ে থাকবে। হয়তো একদিন তার সমাধি আবিষ্কৃত হবে, কিন্তু ততদিন পর্যন্ত তিনি ইতিহাসের পাতায় এক অমর চরিত্র হিসেবেই রয়ে যাবেন।

সূত্র :https://youtu.be/7T3jegJCWQc?si=k1O6WIlxq2hSU_Tl

আঁখি

×