ঢাকা, বাংলাদেশ   রোববার ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

ইফতারের জন্য ভিন্ন স্বাদে লেবুর শরবত

প্রকাশিত: ১৭:৫৩, ২৭ মার্চ ২০২৫

ইফতারের জন্য ভিন্ন স্বাদে লেবুর শরবত

ছবি: সংগৃহীত

রোজার দীর্ঘ সময় পর শরীরকে দ্রুত চাঙা করতে এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত সত্যিই প্রশান্তিদায়ক। তবে প্রতিদিন একই স্বাদের শরবত পান করতে করতে একঘেয়েমি চলে আসতে পারে। তাই, এবার ইফতারে লেবুর শরবতে আনুন একটু ভিন্ন স্বাদ!

ভিন্ন স্বাদের লেবুর শরবতের কিছু দারুণ রেসিপি
পুদিনা-লেবুর শরবত
১টি লেবুর রস, ৫-৬টি পুদিনা পাতা, ১ চামচ চিনি বা মধু, ১ গ্লাস ঠান্ডা পানি, বরফ কুচি। এই সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে পরিবেশন করুন।

বসনিয়ান হানি লেমনেড
১টি লেবুর রস, ২ চামচ মধু, ১ গ্লাস ঠান্ডা পানি, সামান্য দারুচিনি গুঁড়ো এই উপকরণগুলো মিশিয়ে পরিবেশন করুন।

তরমুজ-লেবুর শরবত
১ কাপ তরমুজের রস, ১টি লেবুর রস, ১ চামচ চিনিবরফ কুচি এরপর সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে পরিবেশন করুন।

শিলা ইসলাম

×