ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

মিসেস গুলশান আরা ফাউন্ডেশনের উদ্যোগে অসচ্ছলদের মাঝে যাকাত ও ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১৭:৫২, ২৭ মার্চ ২০২৫; আপডেট: ১৭:৫৩, ২৭ মার্চ ২০২৫

মিসেস গুলশান আরা ফাউন্ডেশনের উদ্যোগে অসচ্ছলদের মাঝে যাকাত ও ঈদ সামগ্রী বিতরণ

ছবি: দৈনিক জনকণ্ঠ

যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট গোলদার পাড়ায় শতাধিক অসচ্ছল মানুষের মাঝে যাকাত ও ঈদ সামগ্রী বিতরণ করেছে মিসেস গুলশান আরা ফাউন্ডেশন। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে আয়োজিত এ মহতী কার্যক্রমে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন ও এনজেআর ইন্টারন্যাশনালের পরিচালক মো. ইলিয়াস বিন, তার সহধর্মিণী ও ব্যাংকার তানিয়া নাসরিন, বিএসএমএমইউ-এর সহকারী পরিচালক বেলাল হোসেন, বিশিষ্ট শিক্ষক এনামুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, প্রতিবছরই পবিত্র রমজান মাসে অসচ্ছলদের সহযোগিতায় যাকাত ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, তেল, সেমাই, গুঁড়া দুধসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। এতে সুবিধাভোগী পরিবারগুলো ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ পেয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. ইলিয়াস বিন বলেন, "সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মিসেস গুলশান আরা ফাউন্ডেশন সবসময় অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।"

ব্যাংকার তানিয়া নাসরিন বলেন, "রমজান সংযমের মাস। এ সময় যারা সামর্থ্যবান, তাদের উচিত অসচ্ছল মানুষদের পাশে দাঁড়ানো। আমরা চাই, এই সহযোগিতার মাধ্যমে তাদের ঈদ আনন্দময় হয়ে উঠুক।"

বিএসএমএমইউ-এর সহকারী পরিচালক বেলাল হোসেন বলেন, "এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করে। সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর এই কার্যক্রম সত্যিই প্রশংসনীয়।"

স্থানীয় শিক্ষক এনামুল হোসেন বলেন, "ফাউন্ডেশনের এ উদ্যোগ অসংখ্য দরিদ্র মানুষের মুখে হাসি ফুটিয়েছে। আমরা চাই, সমাজের অন্যান্য সামর্থ্যবান ব্যক্তিরাও এ ধরনের কাজে এগিয়ে আসুক।"

যাকাত গ্রহণকারীদের অনেকেই তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, "ঈদের আগে এমন উপহার পেয়ে আমরা সত্যিই আনন্দিত। আমাদের অনেকেরই সামর্থ্য নেই ভালোভাবে ঈদ উদযাপনের। এই সহায়তা আমাদের ঈদ উদযাপন সহজ করে দিলো।"

উল্লেখ্য, মিসেস গুলশান আরা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজসেবা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে কাজ করছে। অসচ্ছলদের সহায়তা, শিক্ষাবৃত্তি প্রদান ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংস্থাটি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অবদান রেখে চলেছে। ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে এ ধরনের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ফাউন্ডেশন সংশ্লিষ্টরা।

শিহাব

×