ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

মাত্র ২০ জন মানুষ আর লক্ষ পাখির বসতির দ্বীপ গ্রিমসে

প্রকাশিত: ২১:৩৩, ২৪ মার্চ ২০২৫; আপডেট: ২১:৫৫, ২৪ মার্চ ২০২৫

মাত্র ২০ জন মানুষ আর লক্ষ পাখির বসতির দ্বীপ গ্রিমসে

ছবি: সংগৃহীত

আইসল্যান্ডের উত্তর উপকূল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত গ্রিমসে নামের এই ছোট্ট দ্বীপ ইউরোপের অন্যতম প্রত্যন্ত বসতি। এটা সামুদ্রিক পাখির সমৃদ্ধ আবাসস্থলও বটে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই দ্বীপে হাতে গোনা মানুষের বাস। বাসিন্দাদের সেই সংখ্যাকে ছাপিয়ে যায় গ্রিমসের সামুদ্রিক পাখির সংখ্যা। এখানে হাসপাতাল নেই, পুলিশ স্টেশনও নেই। তিন সপ্তাহে একবার ডাক্তার আসেন বিমানে চেপে।

বাতাসের দাপট এই অঞ্চলে অনেক প্রবল। অগাস্টের শেষের দিকে রৌদ্রোজ্জ্বল দিনে গ্রিমস দ্বীপে ঝোড়ো হাওয়ার দাপট প্রবাহিত হয়।

আর্কটিক টার্ন (এক ধরনের পরিযায়ী পাখি) প্রায়সই ডানা ঝাঁপটানো এই পাখির বাসা সম্পর্কে না জেনে উপকূলরেখা বরাবর ঘুরে বেড়ানো পর্যটকদের (এই পাখিদের) আর্কটিক টার্নের আক্রমণের শিকার হতে হয়। তাদের আচমকা ঝাপটায় উপকূলের কাছ ঘেঁষা উঁচু খাড়া পাথুরে প্রান্ত থেকে পর্যটকদের পড়ে যাওয়ার ঘটনা কিন্তু বিরল নয়। পাফিন (এক প্রজাতির সামুদ্রিক পাখি) নামক এক শ্রেণীর পাখির বসবাস এই দ্বীপে।

এই দ্বীপ ৬.৫ বর্গ কিলোমিটার দীর্ঘ। গ্রিমসে কিন্তু দেশের উত্তরের শেষপ্রান্তে অবস্থিত এমন একটি দ্বীপ যেখানে জনবসতি রয়েছে। এটি আর্কটিক সার্কেলের মধ্যে অবস্থিত আইসল্যান্ডের একমাত্র অংশও বটে। বলতে গেলে অনেক দিক থেকেই এই হিমশীতল দূরবর্তী দ্বীপ ‘অধরা’ এবং চরম পর্যায়ে রয়েছে। কিন্তু এটাই বোধহয় এই দ্বীপকে সবচেয়ে বেশি আকর্ষণীয়ও করে তোলে।

 

মেহেদী হাসান

×