
আর কয়েকদিন পরেই ঈদ। কিন্তু সারাদিন রোজা, ঘরের কাজ, শপিং- সব মিলিয়ে হয়ত নিজের যত্নটাই হচ্ছে না। তাহলে ঘরোয়া উপকরণে ঘরেই সেরে নিন আপনার ত্বকের যত্ন। আলু একটি পুষ্টিকর খাবার। সেই আলুই হতে পারে আপনার ত্বকের জন্য খুব ভালো বন্ধু।
ফেস প্যাক : ১. মাঝারি সাইজের একটি আলুর সঙ্গে একটি টমেটো আর এক মুঠো ভিজিয়ে রাখা চাল ব্লেন্ড করে নিন। তার মধ্যে এক চা চামচ বেসন, আধা চা চামচ গ্লিসারিন, ১ চা চামচ গোলাপ জল মিশিয়ে মুখে লাগাতে পারেন।
২. এক চামচ আলুর রস, এক চামচ বেসন, এক চামচ চালের গুঁড়া, কয়েক ফোঁটা গ্লিসারিনসহ অল্প গোলাপ জল দিয়ে একটা প্যাক তৈরি করে নিন। প্যাকটি লাগানোর ১৫/২০ মিনিট পর আলতো ঘষে ধুয়ে ফেলুন।
৩. অর্ধেক আলু এবং অর্ধেক টমেটোর রস করে তার মধ্যে একটু গোলাপ জল দিয়ে ছেকে নিতে হবে। এরপর এর মধ্যে একটু গ্লিসারিন, ১ চামচ কফি পাউডার, ১ চামচ বেসন দিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। এটি মুখে ১৫/২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
এছাড়া-
* টক দই ডিপ ফ্রিজে রেখে আইস কিউব করে রাখতে পারেন। প্রতিদিন একটা করে মুখে ম্যাসাজ করুন। ২০ মিনিট রেখে শুকালে পরে স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে আলতো করে ঘষে ধুয়ে ফেলবেন। দ্রুত পোড়াভাব দূর হবে।
* টমেটো পেস্ট দুধের সঙ্গে মিশিয়ে মুখে লাগাতে পারেন। মুখের যে কোনো দাগ ও রোদে পোড়া দাগ দুটোই কমবে।