ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

ছেলেদের ঈদ প্রস্তুতি

জান্নাতুল ফেরদৌস নাসরিন

প্রকাশিত: ১৯:১১, ২৩ মার্চ ২০২৫

ছেলেদের ঈদ প্রস্তুতি

ঈদ মানেই আনন্দ, নতুন জামাকাপড়, মজার মজার সব খাবার, আর পরিবার-বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটানো। ছেলেদের ঈদ প্রস্তুতি যদিও মেয়েদের তুলনায় একটু সাদাসিধে মনে হয়, কিন্তু আসলে ব্যাপারটা ততটা সহজ নয়!
নতুন পোশাক নির্বাচন: ঈদের সবচেয়ে বড় আকর্ষণই হলো নতুন পোশাক। ছেলেরা সাধারণত চাঁদরাতে বন্ধুরা মিলে পাঞ্জাবি, কুর্তা, শেরওয়ানি বা ফতুয়া-কটি লুকে ঈদ উদযাপন করতে পছন্দ করে। আবার যারা একটু ক্যাজুয়াল থাকতে চান, তারা জিন্স বা চাইনোসের সঙ্গে কুর্তা পরতে পারেন। পোশাকের সঙ্গে মিলিয়ে ট্রাডিশনাল লুকের জন্য নাগরা বা লোফার দারুণ মানিয়ে যায়, আবার স্নিকার্সও বেছে নেন অনেকে। ঈদের দিনটা সাধারণত বাইরে ঘোরাঘুরির মধ্যেই কেটে যায়, তাই আরামদায়ক জুতা পরাই ভালো।
ব্যক্তিগত পরিচর্যা ও ঈদের আগের প্রস্তুতি: ঈদের আগের সপ্তাহেই বেশিরভাগ ছেলে পার্লার বা সেলুনে হেয়ারকাট করিয়ে নেয়। কেউ কেউ নতুন লুকের জন্য এক্সপেরিমেন্ট করলেও, বেশিরভাগই কমফোর্ট জোনের মধ্যে থেকে স্টাইল করে। স্কিন কেয়ারও এখন অনেকেই করে, মিনিমাম একটা ফেসওয়াশ আর ময়েশ্চারাইজার ব্যবহার করলেই স্কিন ফ্রেশ দেখায়। আর হালকা সুগন্ধি বা আতর তো ঈদের দিনে মাস্ট!  যা ঈদের আনন্দকে বাড়িয়ে তোলে।
খাবারের আয়োজন ও ঈদের দিনের প্রত্যাশা: ঈদের সকাল মানেই ঘুম থেকে উঠে গোসল করে নতুন জামা পরে নামাজে যাওয়া। তারপর বাসায় ফিরে সেমাই, ফিরনি, কাবাব আর গরুর রোস্ট দিয়ে জম্পেশ খাওয়া! দুপুরের পর সাধারণত আত্মীয়স্বজনদের বাড়ি যাওয়া, বন্ধুরা মিলে আড্ডা দেওয়া বা বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে। অনেকে আবার ক্যামেরা বা ফোন হাতে নিয়ে ঈদের স্পেশাল ফটোসেশনও করে!

×