
ছবি: সংগৃহীত
সমুদ্রে ভেসে চলা নৌকায় থাকা মানুষদের কাছে অসহায় কচ্ছপকে নিয়ে ‘ছুটে’ গেল ডলফিনটি। মানুষগুলো ডলফিনের সেই কাতর আর্তনাতে সাড়াও দিলেন। নৌকোতে কচ্ছপটিকে তুলে নিয়ে তার গলা থেকে জালের বাঁধন খুলে দিলেন।
এমন একটি ঘটনা ঘটে গভীর সমুদ্রে। গলায় মাছ ধরার জাল আটকে যায় একটি কচ্ছপের। একটি ডলফিন প্রাণপণে চেষ্টা করছে তার বন্ধু কচ্ছপকে জালের বাঁধন থেকে রক্ষা করার। কিন্তু ডলফিনের পাখনায় তো কচ্ছপের গলা থেকে জাল ছাড়ানোর ক্ষমতা নেই, তা হলে উপায়? জলের সব থেকে বুদ্ধিমান প্রাণীটি তাই সাহায্য করার এক অভিনব উপায় বেছে নিল। সমুদ্রে ভেসে চলা নৌকোয় থাকা দুই ব্যক্তির কাছে অসহায় কচ্ছপকে নিয়ে ‘ছুটে’ গেল ডলফিনটি।
নৌকাতে কচ্ছপটিকে তুলে নিয়ে তারা গলা থেকে জালের বাঁধন খুলে দিলেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি কোথায় ঘটেছে এ নিয়ে কোন তথ্য জানা যায় নি।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সমুদ্রের নীল জলের মধ্যে ভেসে চলেছে একটি যাত্রিবাহী নৌকা। সেই নৌকাকে লক্ষ্য করে এগিয়ে আসছে একটি ডলফিন। কিন্তু সে একা আসছে না, সঙ্গে নিয়ে আসছে একটি কচ্ছপকে। কচ্ছপটিকে ডলফনটি তার নাকের সাহায্যে রীতিমতো ঠেলতে ঠেলতে নিয়ে এসে নৌকোর উপর তুলতে চাইছে।
জলের সব থেকে বুদ্ধিমান প্রাণীর এই রূপ আচরণ দেখে নৌকোয় থাকা দুই তরুণের মনে কৌতূহল জাগে। তাঁরা এগিয়ে যান এবং কচ্ছপটিকে নৌকোয় তুলে নেন। তার পর তাঁরা বুঝতে পারেন ডলফিনটির এ-হেন আচরণের কারণ। কচ্ছপটিকে নৌকোয় তোলার পর দুই তরুণ দেখতে পান যে কচ্ছপটির গলায় পেঁচিয়ে রয়েছে এক টুকরো মাছ ধরার জাল। তরুণেরা দ্রুত সেটিকে ছাড়ানোর ব্যবস্থা করেন।
অন্য দিকে ডলফিন তার সাঙ্গোপাঙ্গদের নিয়ে নৌকোর চারপাশেই ঘুরতে থাকে এবং বুঝা যায় অসহায় বন্ধুর সাহায্য অন্য বন্ধু এগিয়ে আসছে। কচ্ছপের গলা থেকে জালটি খোলা হয়ে গেলে তরুণেরা তাকে জলে ফিরিয়ে দেন। বন্ধু ডলফিন তখন মহা আনন্দের সঙ্গে নৌকার কাছে এসে তরুণদের মাথা নাড়িয়ে ধন্যবাদ জানায়। তার পর ডলফিনগুলি কচ্ছপকে নিয়ে গভীর সমুদ্রে চলে যায়। মন ভাল করা সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
মেহেদী হাসান