ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

পাখির মতো এই তরুণ ৮ বছর ধরে কেন বাস করছেন গাছের ডালে

প্রকাশিত: ১৮:৩৪, ২৩ মার্চ ২০২৫

পাখির মতো এই তরুণ  ৮ বছর ধরে কেন বাস করছেন গাছের ডালে

ছবি: সংগৃহীত

গাছের ডালে ছোট্ট একটি ঘর, চারপাশে পাখির ডাক, নিচে ব্যস্ত শহরের কোলাহল আর এর মাঝেই খুঁজে নিয়েছেন নিজের ঠিকানা। যেখানে শহরের লোকজন মাথা গোঁজার ঠাঁই খুঁজে পায় না, সেখানে এই ব্যক্তি গাছের ডালে নিজের হাতে গড়ে তুলেছেন এক অদ্ভুত জীবন। গত ৮ বছর ধরে এভাবেই গাছের ডালে থাকছেন তিনি।

করাচির এই তরুণের নাম ফরমান আলী। তবে স্থানীয়রা তাকে টার্জান বলে ডাকে। কারণ মানুষের শহর তাকে জায়গা দিতে না পারলেও প্রকৃতি তাকে নিজের কোলে আশ্রয় দিয়েছে।

প্রায় ৮ বছর আগে অর্থনৈতিক সংকটে পড়ে তিনি বসবাসের জায়গা হারান, থাকার মতো কোনো নিরাপদ স্থানও খুঁজে পাচ্ছিলেন না। এরপর তিনি সিদ্ধান্ত নেন, কংক্রিটের শহর নয়, প্রকৃতির কোলেই গড়ে তুলবেন নিজের ঘর।

একটি মজবুত গাছ খুঁজে, তাতে বাঁশ, কাঠের টুকরো ও দড়ি দিয়ে ধীরে ধীরে তৈরি করেন নিজের ছোট্ট আশ্রয়। নিজের প্রয়োজনে লাগিয়েছেন ছোট্ট একটি ওয়াশ বেসিন, ব্যাটারিচালিত লাইটের ব্যবস্থাও করেছেন। দিনের আলোয় পাখিরা তার সঙ্গী আর চাঁদের আলোয় কেটে যায় রাত।

বসন্তের মিষ্টি হাওয়া যেমন আছে, তেমনি আছে কনকনে শীত, ঝড়-বৃষ্টি আর প্রচণ্ড গরম। ঝড়ো হাওয়ায় দোল খায় তার ঘর, কখনো কখনো রাতভর টিকে থাকার লড়াই করতে হয়। তবুও তিনি টিকে আছেন, কারণ এই গাছই তাকে দিয়েছে মাথা গোঁজার ঠাঁই, প্রকৃতি দিয়েছে বেঁচে থাকার শক্তি।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=qrtMLfo2Mf8

রাকিব

×