ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

যে শর্তে গ্রামে গিয়ে থাকলেই মিলবে ১ কোটি ৩১ লাখ টাকা

প্রকাশিত: ১৬:১৬, ২৩ মার্চ ২০২৫; আপডেট: ১৬:১৭, ২৩ মার্চ ২০২৫

যে শর্তে গ্রামে গিয়ে থাকলেই মিলবে ১ কোটি ৩১ লাখ টাকা

ছবি: সংগৃহীত

বাড়ির দরজা খুললে দেখা মিলবে স্কি রিসোর্ট, আঙ্গুরের ক্ষেত কিংবা প্রাকৃতিক ঝর্ণা। সবুজ পাহাড় ও লেকঘেরা এমন স্বর্গসুন্দর স্থানে থাকতে চাইবে যে কেউ। তার সাথে যদি মেলে কোটি টাকারও বেশি সরকারি সহায়তা, তাহলে তো কথাই নেই। অবাস্তব মনে হলেও এটি সত্যি, তবে এতসব কিছুর বিনিময়ে শর্ত থাকবে একটি।

পর্বতমালা লাগোয়া ইতালির ট্রেন্টিনো প্রদেশ, অগণিত পরিত্যক্ত বাড়ি। এসব বাড়িতে গিয়ে বসবাস শুরু করলেই পাওয়া যাবে ১ লক্ষ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৩১ লক্ষ টাকা। এ সুযোগ নিতে পারবেন বিদেশীরাও।

মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে জানা যাচ্ছে এমনটি। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ট্রেন্টিনো প্রদেশে গিয়ে বসবাস শুরু করলে পরিত্যক্ত বাড়ি সংস্কারের জন্য অনুদান বাবদ পাওয়া যাবে ৮৮ হাজার ইউরো, আর বাড়ি কেনার জন্য দেওয়া হবে ২০ হাজার ইউরো।

তবে শর্ত হচ্ছে, এই প্রদেশে কমপক্ষে ১০ বছর থাকার জন্য চুক্তিতে স্বাক্ষর করতে হবে, অন্যথায় অনুদানের অর্থ পুরোটাই ফেরত দিতে হবে। ট্রেন্টিনো প্রদেশের ৩৩ টি শহর এই পরিকল্পনার অংশ হবে। শীঘ্রই এর অনুমোদন দেবে ইতালি সরকার।

সিএনএন বলছে, পরিকল্পনার অংশ এই শহরগুলোতে জনসংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। এমনকি পরিত্যক্ত বাড়ির তুলনায়ও সেখানে জনসংখ্যা অনেক কম। ইতালির গ্রাম্য এলাকাগুলোতে জনসংখ্যার হার ক্রমাগত কমেই চলেছে। এছাড়া কাজের উদ্দেশ্যে গ্রাম ছাড়ছেন যুবক-যুবতীরা। গ্রাম্য এলাকাগুলোতে জনসংখ্যা বাড়াতেই তাই এই ভিন্ন কৌশল নিয়েছে সরকার।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=15AyAaQTpos

রাকিব

×