ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

ইতালিতে বাড়ি কিনলেই মিলবে কোটি টাকার অনুদান, কিন্তু শর্ত আছে!

প্রকাশিত: ০০:০৩, ২৩ মার্চ ২০২৫

ইতালিতে বাড়ি কিনলেই মিলবে কোটি টাকার অনুদান, কিন্তু শর্ত আছে!

ছবিঃ সংগৃহীত

পাহাড়, সবুজ উপত্যকা, স্কি রিসোর্ট, আঙুরের বাগান ও লেকঘেরা পরিবেশে যদি মেলে ব্যক্তিগত বাড়ি, সঙ্গে কোটি টাকার সরকারি সহায়তা—তবে কেমন হয়? স্বপ্ন মনে হলেও ইতালির ট্রেন্টিনো প্রদেশে এটি সত্যি! তবে এই সুযোগ পেতে হলে পূরণ করতে হবে কিছু শর্ত।

ইতালির স্বায়ত্তশাসিত অঞ্চল ট্রেন্টিনো, যা ডলোমাইট আলপস পর্বতমালার লাগোয়া, সেখানে অনেক পরিত্যক্ত বাড়ি রয়েছে। ওই এলাকায় গিয়ে বসবাস শুরু করলেই পাওয়া যাবে ১ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৩১ লাখ টাকা)।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রদেশে বসবাস শুরু করলে ৮৮ হাজার ইউরো বাড়ি সংস্কারের জন্য ও ২০ হাজার ইউরো বাড়ি কেনার জন্য অনুদান দেওয়া হবে। এই সুযোগ বিদেশিরাও নিতে পারবেন। তবে শর্ত অনুযায়ী, যিনি এখানে বাড়ি কিনবেন বা থাকবেন, তাকে অন্তত ১০ বছর বসবাস করতে হবে, অন্যথায় পুরো অনুদান ফেরত দিতে হবে।

ট্রেন্টিনো প্রদেশের ৩৩টি শহর এই প্রকল্পের আওতায় আসবে। দ্রুতই ইতালি সরকার এর অনুমোদন দেবে। অঞ্চলটিতে জনসংখ্যা ব্যাপকভাবে কমে যাওয়ায় এমন উদ্যোগ নিয়েছে সরকার।

২০২৪ সালের বাজেটে কম জনসংখ্যার এলাকাগুলোর জন্য ৩ কোটি ইউরোর একটি বিশেষ তহবিল গঠন করা হয়েছে। যেখানে জনসংখ্যা ৫,০০০-এর কম, সেসব এলাকায় বসবাসকারীদের আর্থিক অনুদান দেওয়া হবে।

ট্রেন্টিনো প্রেসিডেন্ট মাউরিজিও ফুকাতি বলেছেন, "আমাদের প্রধান লক্ষ্য হলো স্থানীয় সম্প্রদায়কে পুনরুজ্জীবিত করা ও আঞ্চলিক সংহতি বজায় রাখা।"

এর আগেও ইতালি জনসংখ্যা সংকট কাটাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর, হতাশ মার্কিন নাগরিকদের ইতালির সার্ডিনিয়া দ্বীপের অললাই গ্রামে বসবাসের সুযোগ দেওয়া হয়েছিল।

সেসময় প্রশাসন মাত্র ১ ইউরোতে পরিত্যক্ত বাড়ি বিক্রির ঘোষণা দেয়, যাতে বাইরের মানুষ গ্রামে বসবাসে আগ্রহী হয়। শহরের তৎকালীন মেয়র ফ্রান্সিস্কো কলম্বো সিএনএন-কে জানান, "আমরা আমেরিকানদের দ্রুত আবাসন সুবিধা দিতে বিশেষ ওয়েবসাইট চালু করেছি।"

ইতালির এই নতুন উদ্যোগও বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে রয়েছে। আপনি কি এই সুযোগ নিতে আগ্রহী?

সূত্রঃ https://youtu.be/15AyAaQTpos?si=Df7XTWweN3pGpAAq

ইমরান

×