
ছবি: সংগৃহীত
একটি গ্রেপ্তার প্রতিবেদনে বলা হয়েছে যে, দুই সপ্তাহ পর আমেরিকার ফ্লোরিডায় সন্দেহভাজন এক চোরের গিলে ফেলা ডায়মন্ড উদ্ধার করেছে ফ্লোরিডা পুলিশ।
পুলিশ জানিয়েছে,সন্দেহভাজন চোরের কাছ থেকে চারটি ডায়মন্ডের কানের দুল উদ্ধার করা হয়েছে, যা তিনি গ্রেপ্তারের সময় গিলে ফেলেছিলেন। প্রায় দুই সপ্তাহ পর এগুলো উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ছয় লাখ পাউন্ড।
গ্রেফতারকৃত চোর বলেন, "আমার উচিত ছিল এগুলো জানালা দিয়ে বাইরে ছুড়ে ফেলা" এবং সে জেল কর্মীদের জিজ্ঞাসা করেছিল, "আমার পেটে যা আছে, তার জন্য কি আমাকে অভিযুক্ত করা হবে?"
ফ্লোরিডায় আটক হওয়া ওই ব্যক্তি ফেব্রুয়ারিতে একটি টিফানি অ্যান্ড কো স্টোরে গিয়ে কর্মীদের জানান, তিনি অরল্যান্ডো ম্যাজিক বাস্কেটবল দলের এক খেলোয়াড়ের হয়ে কানের দুল ও একটি হীরার আংটি কিনতে আগ্রহী।
অরল্যান্ডো পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, তাকে একটি ভিআইপি কক্ষে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি গহনা দেখার সুযোগ পেয়েছেন। তবে কিছুক্ষণ পরই তিনি হঠাৎ চেয়ার থেকে লাফিয়ে ওঠেন, গহনাগুলো ছোঁ মেরে নেন এবং জোর করে দরজা দিয়ে বেরিয়ে যান।
পুলিশ কর্মকর্তারা শপিং সেন্টারের নিরাপত্তা ফুটেজ থেকে সন্দেহভাজনের গাড়ির নম্বর প্লেট শনাক্ত করেন এবং গাড়িটি ট্র্যাক করেন।
পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে প্রায় ৩৪০ মাইল দূরে, পেছনের লাইট ছাড়া গাড়ি চালানোর অভিযোগে তাকে থামানো হয়।
গোয়েন্দারা তাকে প্রমাণ সংগ্রহের জন্য হাসপাতালে স্থানান্তর করেন এবং সেখানে তার ওপর নজরদারি চালান। গোয়েন্দারা জানিয়েছেন, চুরি হওয়া চারটি কানের দুলের মূল্য ৭৭০,০০০ ডলার বা ৫৯৬০০০ পাউন্ড। যা গত মাসে টিফানি স্টোর থেকে নেওয়া গহনার সিরিয়াল নম্বরের সঙ্গে মিলে গেছে।
মেহেদী হাসান