ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

চট্টগ্রামের আন্দরকিল্লা মসজিদে ২৪ বছরের ঐতিহ্যবাহী গণ ইফতার!

প্রকাশিত: ০৩:২৫, ২১ মার্চ ২০২৫

চট্টগ্রামের আন্দরকিল্লা মসজিদে ২৪ বছরের ঐতিহ্যবাহী গণ ইফতার!

ছবিঃ সংগৃহীত

ধনী-গরিব, মুসলিম-অমুসলিম—সব ভেদাভেদ ভুলে একসঙ্গে ইফতার করেন হাজারো মানুষ চট্টগ্রামের ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদে। প্রায় ৩৬৭ বছরের পুরাতন এই মসজিদে ২৪ বছর ধরে চলে আসছে ব্যতিক্রমী এক গণ ইফতার আয়োজন, যেখানে প্রতিদিন ৩,০০০ থেকে ৫,০০০ মানুষের জন্য ইফতার প্রস্তুত করা হয়। পুরো রমজানজুড়ে এই সংখ্যা পৌঁছে যায় লক্ষাধিকের ঘরে।

এখানে ইফতার আয়োজনের জন্য বিশাল পরিমাণ খাদ্যসামগ্রী ব্যবহৃত হয়। প্রতিদিন গড়ে ২.৫ হাজার পেঁয়াজু, ৭৫ কেজি ছোলা, ৭০ কেজি আলু, ২০ কেজি বেগুনি, ৩০ কেজি ডালসহ নানা খাবার রান্না করা হয়। তবে সবচেয়ে বিস্ময়ের বিষয় হলো, এই ইফতারের জন্য কারা দান করেন, তা কেউ জানে না—সবই আল্লাহর সন্তুষ্টির জন্য নীরবে সম্পন্ন হয়।

এ মসজিদের ইমাম শুধু ধর্মীয় নেতা নন, তিনি হযরত আলী (রাঃ)-এর ৩৩তম বংশধর। প্রজন্ম থেকে প্রজন্ম এই মসজিদের খতিবের দায়িত্ব পালন করে আসছেন আওলাদে রাসূলগণ। ইতিহাস, রহস্য ও মানবতার এক অনন্য নিদর্শন এই মসজিদ, যেখানে ইফতারের সময় ধনী-গরিব, ছোট-বড়, বিভিন্ন ধর্মের মানুষ একত্রে বসে একই পাত্রে ইফতার করেন।

ইফতার শেষে এখানকার পরিবেশও অনন্য; কেউ ময়লা ফেলে না, সবাই নিজ দায়িত্বে পরিষ্কার করে যান। শাহ জামে মসজিদের এই মহৎ উদ্যোগ রমজানজুড়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে, যা দিন দিন আরও প্রসারিত হচ্ছে।

সূত্রঃ https://youtu.be/2Kcl6LiXQSs?si=0H6WdYYYIRlhIV3T

ইমরান

×