ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

পশুর গোপনাঙ্গ ও সাপের রক্ত শরীর ও মনের জোর বাড়ায় যাদের!

প্রকাশিত: ১৮:১৭, ২০ মার্চ ২০২৫

পশুর গোপনাঙ্গ ও সাপের রক্ত শরীর ও মনের জোর বাড়ায় যাদের!

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে মানুষের খাদ্যাভ্যাস খুবই বৈচিত্র্যময়। কেউ পছন্দ করেন মসলাদার বিরিয়ানি, কেউ আবার ঝাল ফুচকা। তবে এশিয়ার কিছু অঞ্চলে এমন কিছু খাবার আছে, যেগুলো কেবল খেতেই অদ্ভুত নয়, শুনলেও কিছুটা অস্বস্তি অনুভব হতে পারে।

চীনের রাজধানী বেইজিং এর রেস্তোরাঁয় পশুর বিশেষ কিছু অঙ্গ দিয়ে তৈরি হয় এক ধরনের হটপট। এই হটপটের প্রধান আকর্ষণ হলো পশুর গোপনাঙ্গ। গরু, ছাগল, এমনকি হরিণের গোপনাঙ্গ ব্যবহার করা হয় এই খাবারে। বিশেষ করে পুরুষদের বিশ্বাস, এই খাবার তাদের শরীরের শক্তি ও জীবনীশক্তি ফিরিয়ে আনে। এটি নাকি শুধু সুস্বাদুই নয়, বিশেষ গুণসম্পন্নও।

চীন ও ইন্দোনেশিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশে এসব খাবারের জনপ্রিয়তা প্রচুর। আরেকটি জনপ্রিয় কিন্তু ভয়ঙ্কর খাদ্যের নাম হল সাপের রক্ত। ইন্দোনেশিয়ার মতো দেশে এটি খুবই বিখ্যাত। সন্ধ্যা হলেই ছোট ছোট দোকানগুলোতে ভিড় জমতে শুরু করে। দোকানীরা জীবন্ত সাপ থেকে তাজা রক্ত বের করে গ্লাসে ঢেলে পরিবেশন করেন।

অনেকের ধারণা, এই তাজা রক্ত তাদের শক্তি ও আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। এধরনের খাবারের নাম শুনে অনেকে আঁতকে উঠলেও যারা এই খাবারগুলো খান, তাদের কাছে ব্যাপারটা খুবই স্বাভাবিক। তাদের মতে, প্রাচীনকাল থেকেই ঐতিহ্যবাহী এই খাবারগুলো মানুষের শরীর ও মনের জোর বাড়িয়ে আসছে।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=G_AW9ny29F4

রাকিব

×