ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

মহাকাশ গবেষণায় ইলন মাস্কের সহযোগী ১৬ বছর বয়সী বাংলাদেশি কিশোর

প্রকাশিত: ১৬:২৫, ১৭ মার্চ ২০২৫

মহাকাশ গবেষণায় ইলন মাস্কের সহযোগী ১৬ বছর বয়সী বাংলাদেশি কিশোর

ছ‌বি: সংগৃহীত

বাংলাদেশী বংশোদ্ভূত কিশোর কাইরান কাজী মাত্র ১৬ বছর বয়সে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্স-এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন। ইলন মাস্কের এই প্রতিষ্ঠান মহাকাশ প্রযুক্তিতে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মাত্র ১৪ বছর বয়সে কাইরান স্পেস এক্স এ যোগ দেন। তখন তিনি ছিলেন বিশ্বের অন্যতম কনিষ্ঠ প্রযুক্তিবিদ। তবে বয়স কম হওয়ায় সেই সময় লিঙ্কডইন তার প্রোফাইল মুছে দেয়। ১৬ বছর পূর্ণ হওয়ার পর তিনি আবার লিঙ্কডইনে ফিরেছেন। স্পেস এক্স এ যোগদানের আগে কাইরান কাজী ইন্টেল ল্যাবসে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা করেছেন। এছাড়া তিনি বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতা দিয়ে প্রযুক্তির জগতে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন।

বাংলাদেশী বংশোদ্ভূত কাইরানের বাবা একজন রাসায়নিক প্রকৌশলী এবং মা ওয়াল স্ট্রিটের নির্বাহী। কাইরান মাত্র ১১ বছর বয়সে গণিতে অ্যাসোসিয়েট ডিগ্রি অর্জন করেন এবং ১৭ বছরের আগেই কম্পিউটার সাইন্সে স্নাতক সম্পন্ন করেন।

কাইরান কাজীর এই সাফল্যের পথ সহজ ছিল না। কম বয়সের কারণে চাকরি খুঁজতে গিয়ে অনেক বাধার মুখে পড়তে হয়েছে তাকে। তবে নিজের প্রতিভা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি এসব বাধা জয় করেছেন।

আবীর

×