
ছবি: সংগৃহীত।
একটি বিস্ময়কর দৃশ্য সম্প্রতি বিমানের জানলা থেকে ক্যামেরা বন্দি হয়েছে এবং তা প্রকাশ্যে আসার পর থেকেই তা ভাইরাল হয়ে গেছে। ভিডিওটি দেখলে মনে হয়, মেঘের চাদরের উপরে দুটি মানবাকৃতির অবয়ব দাঁড়িয়ে রয়েছে। এমনই একটি অদ্ভুত দৃশ্য কিছুদিন আগে ক্যামেরা বন্দি করা হয়।
ভিডিওটি সামাজিক মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়েছে। এটি ‘মায়রা মোড়’ নামে এক মহিলার এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়, এবং একে প্রায় ৫০ লক্ষবার দেখা হয়েছে। ভিডিওটির সাথে হাজার হাজার লাইক ও কমেন্টও জমা পড়েছে।
ভিডিওটির মধ্যে দেখা যাচ্ছে, একটি বাণিজ্যিক বিমানের জানলার ভেতর থেকে বাইরের দৃশ্য ক্যামেরায় ধারণ করছেন একজন যাত্রী। হঠাৎ, বিমানের জানলার বাইরে মেঘের চাদরের উপরে দুটি মানবাকৃতির অবয়ব দেখা যায়। এটি দেখে অনেকেই বিস্মিত হয়েছেন।
ভিডিওটি দেখে কিছু নেটাগরিক দাবি করছেন, যে মানবাকৃতির অবয়ব দেখা যাচ্ছে তা সম্ভবত ভিনগ্রহী প্রাণী। তবে, অন্যরা বলছেন, মেঘের এমন গঠন প্রকৃতির খেলা হতে পারে, যেখানে ভুলভাবে মেঘের আকৃতিতে ভ্রম তৈরি হয়েছে। আর কিছু মন্তব্যে বলা হচ্ছে, শিল্পাঞ্চল থেকে নির্গত গ্যাসের কারণে মেঘে এমন আকৃতি সৃষ্টি হয়েছে।
এমন একটি অদ্ভুত দৃশ্য দেখে এক নেটাগরিক মন্তব্য করেছেন, “কি দেখলাম! বিশ্বাস হচ্ছে না, এ কি ভিনগ্রহী না কি মানুষের মতো কিছু?” অন্য একজন লিখেছেন, “এটি প্রকৃতির খেলা, মেঘ এমনভাবে তৈরি হয়েছে যে মনে হচ্ছে দুজন মানুষ দাঁড়িয়ে রয়েছে।”
এতদিনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই ভিডিওটি, যা নেটদুনিয়ায় একটি রহস্যের জন্ম দিয়েছে।
নুসরাত